Top
সর্বশেষ

কেশবপুরে তিন প্রতিবন্ধিকে হুইলচেয়ার দিলেন রাম গাঁঙ্গুলী

০৪ জুন, ২০২২ ৪:৪৭ অপরাহ্ণ
কেশবপুরে তিন প্রতিবন্ধিকে হুইলচেয়ার দিলেন রাম গাঁঙ্গুলী
কেশবপুর (যশোর) প্রতিনিধি :
যশোরের কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়নের ৩ জন প্রতিবন্ধি শিশুকে ৪ জুন (শনিবার) হুইল চেয়ার কিনে দিলেন রাম গাঁঙ্গুলী।
রাম গাঁঙ্গুলী কেশবপুর উপজেলার পাঁজিয়া এলাকার অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা বিপ্লব গাঁঙ্গুলীর সন্তান। তিনি পেশায় পাথর ও কয়লা ব্যবসায়ী। যশোরের অভয়নগরের নওয়াপাড়াতে গাঁঙ্গুলী এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান আছে তার।
শনিবার পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দীনের  উপস্থিতিতে রাম গাঁঙ্গুলী প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার প্রদান করেন।
পাঁজিয়া ইউনিয়নের মাদারডাঙ্গা গ্রামের জামাল সর্দারের ছেলে প্রতিবন্ধী আব্দুস সাত্তার (১৮) পাঁজিয়া গ্রামের মাহাবুবুর রহমানের ছেলে হুসাইন (৬) সাগরদত্তকাটি গ্রামের সুজন মন্ডলের ছেলে শুভজিৎ মন্ডল (৭) নামে ৩ প্রতিবন্ধী শিশুদের মাঝে হুইল চেয়ার প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন,প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলাম, বিপ্লব দেবনাথ, সুমন হালদার, প্রতিবন্ধী শিশুদের অভিভাবক ও গ্রাম পুলিশের সদস্যবৃন্দ।
উল্লেখ্য, এর আগেও রাম গাঙ্গুলী আরও অনেক প্রতিবন্ধীদের হুইল চেয়ার দেওয়ার পাশাপাশি করোনা কালিন মানুষের মাঝে চাল, ডাল, তেল ও নগদ অর্থ প্রদান করেছেন।
রাম গাঙ্গুলি  বলেন, আপনারা দোয়া ও আর্শীবাদ করবেন আমি যেন সদা সর্বদা প্রতিবন্ধী, অসহায় ও দুস্থ হাজারও মানুষের পাশে থাকতে পারি”।
শেয়ার