Top
সর্বশেষ

দর্শনা রেলবন্দর দিয়ে আমদানি শুরু

০৫ জুন, ২০২২ ৭:৪৮ অপরাহ্ণ
দর্শনা রেলবন্দর দিয়ে আমদানি শুরু
মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা :

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা রেলবন্দর দিয়ে ভারত থেকে শুরু করেছে টাইলস সিরামিক ইন্ডাস্ট্রিজের কাঁচামাল ক্লো পাউডা। বগুড়া পা-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এই ক্লো পাউডা আমদানি করছে।

গত শনিবার সকাল থেকেই দর্শনা বন্দরের ইয়ার্ডের খালাস পয়েন্টে রেলওয়ে ওয়াগান থেকে ক্রেনে করে আনলোড করা হচ্ছে মালামাল।এই মালামাল ১০ চাকার ট্রাকযোগে বগুড়া নিচ্ছে কতৃপক্ষ। অন্যান্য বন্দরের তুলনায় দর্শনা রেল বন্দর দিয়ে এই মালামাল ভারত থেকে আমদানী করে বগুড়া পৌছাতে খরচ সাশ্রায়ী বলেন আমদানীকারক।

দর্শনা আন্তজার্তিক বন্দরের ষ্টেশন সুপারিনটেন্ডেন্ট মীর লিয়াকত আলী জনান, দর্শনা রেল বন্দর এই রুট দিয়ে ভারত থেকে আমদানী করা টাইলস সিরামিক ইন্ডাস্ট্রিজের কাঁচামাল ক্লো পাউডা আসতে শুরু করেছে। বগুড়া পা-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড কম্পানীর ইতি মধ্যে রেলের ৪৬ ওয়াগনের ১ টি বিশিষ্ট ৩ টি র‌্যাক। আগামীতে আর অন্যান্য মালামাল এই বন্দর দিয়ে আসবে বলে আশা করছি।

বগুড়া পা-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড কম্পানীর পরিচালক মোঃ যুবায়ের বলেন, দর্শনা বন্দর দিয়ে ইতি মধ্যে রেলের ৪৬ ওয়াগনের ১ টি বিশিষ্ট ৩ টি র‌্যাক আমরা এই মালামাল গুলো আমদানি করে। রেলওয়ে ভাড়া ও কাস্টমস ভ্যাট ট্যাক্স দিয়ে প্রায় ১ কোটি টাকার মধ্যে সব কাজগুলো সম্পন্ন করতে পারছি। যা বাংলাদেশের অন্যান্য বন্দরের তুলনায় আমাদের জন্য সাশ্রয় হচ্ছে। যার কারণে আমরা এই দর্শনা রেলবন্দরে দিয়েই ক্লো এর কাঁচামাল আমদানি রপ্তানি করার সিদ্ধান্ত নিয়েছি। আগামীতেও এই রেল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি করব।

শেয়ার