কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন দালালকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
রোববার (২৮ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে নির্বাহী মাজিস্ট্রেট ও কুষ্টিয়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার সিফাতুন নাহারের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করা হয়। এসময় সেখানে উপস্থিত ছিলেন আইন শৃংখলা বাহিনীর সদস্যরা।
আটকরা হলেন- কুষ্টিয়া শহরের চৌড়হাস এলাকার মৃত হারেজ উদ্দিনের মেয়ে যুথি খাতুন (৩০), হাউজিং বি ব্লক এলাকার মজিবর রহমানের মেয়ে শাপলা খাতুন (২৭) এবং কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানার শেখপাড়া এলাকার শইদুল ইসলামের স্ত্রী ময়না খাতুন (৪০)। তারা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আসা রোগী ও রোগীর স্বজনদের সাথে প্রতারণা করে অননুমোদিত হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ভাগিয়ে নিয়ে যেত এবং টেস্টের নামে হাজার হাজার টাকা আদায় করতো।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দালালদের উৎপাতে অতিষ্ঠ হয়ে উঠছিলেন রোগী ও তাদের স্বজনরা। প্রতিদিনই প্রতারিত হচ্ছিলেন বিভিন্ন গ্রাম থেকে আসা সহজ-সরল প্রকৃতির লোকজন। দালালদের খপ্পরে পড়ে অনেক রোগীর প্রাণহানির মতো ঘটনাও ঘটে। শহরের বিভিন্ন বেসরকারি ক্লিনিকের পৃষ্ঠপোষকতায় সক্রিয় এ দালাল চক্রটি।
কুষ্টিয়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সিফাতুন নাহার বলেন, কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আগত রোগী ও তার স্বজনদের সাথে প্রতারনা করে আসছিল দালালরা। তাদের বিরুদ্ধে অভিযোগ পেয়ে আমরা অভিযান পরিচালনা করি। অভিযানে তাদের গ্রেফতার করা হয়। তারা সরকারি হাসপাতালের আসা রোগীদের প্রলোভন দেখিয়ে বেসরকারি অননুমোদিত হাসপাতালে নিয়ে যেত এবং তাদের কাছে থেকে চিকিৎসা সেবার নামে অর্থ আদায় করতো। এসময় রোগীদের সাথে প্রতারণার প্রমাণ পাওয়া যায় এবং দালালরা দোষ স্বীকার করলে তাদের কারাদণ্ড প্রদান করা হয়।
এবিষয়ে কথা বলার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আশরাফুল আলমের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেন নি।