Top

মাগুরায় খাদ্যবান্ধব কর্মসূচি বিষয়ে সভা

১৬ সেপ্টেম্বর, ২০২২ ১:১৭ অপরাহ্ণ
মাগুরায় খাদ্যবান্ধব কর্মসূচি বিষয়ে সভা
মাগুরা প্রতিনিধি :

মাগুরা সার্কিট হাউজ কনফারেন্স রুমে জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের সভাপতিত্ব আজ সকাল ১১টায় খাদ্য বিভাগের আয়োজনে খাদ্যবান্ধব কর্মসুচীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল ইসলাম, জেলা খাদ্য নিয়ন্ত্রক মনোতোষ কুমার মজুমদার।

এছাড়া উপস্থিত ছিলেন, মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার তারিক উল হাসান, সদর খাদ্য গুদাম কর্মকর্তা নুরে আলম সিদ্দিকী,শ্রীপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ইশরাত জাহান, শালিখা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সালমা চৌধরী, মোহাম্মাদপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মাহদী হাসান সিহাব, প্রমুখ উপস্থিত ছিলেন।

”শেখ হাসিনার বাংলাদেশ ,ক্ষুদা হবে নিরুদ্দেশ” এই শ্লোগানকে সামনে নিয়ে মাননীয় প্রধান মন্ত্রীর ব্রান্ডিং কর্মসুচীতে মাগুরা ৩৬ ইউনিয়নের ডিলারদের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তরা মাননীয় প্রধান মন্ত্রীর ব্রান্ডিং কর্মসুচীর আওতায় ভুক্তা কর্মসুচী সুষ্ঠ ও সুন্দরভাবে বাস্তবায়নের লক্ষে ডিলারদের প্রচার প্রচারনা, টিসিবির ডিলারদের সমন্ময় সাধন, ও তালিকা প্রনায়ন করা সহ জেলার ৬৭ জন ডিলারদের সকল কর্মকান্ড অবহিত করেন।

শেয়ার