জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় পাবনার অধীনস্থ বাঘাবাড়ী, শাহজাদপুর এলএসডি খাদ্য গোডাউনে কর্মরত নিরাপত্তা প্রহরী মজিবর রহমান (সরকার) তার বিরুদ্ধে অভিযোগ তিনি কর্মস্থলে না থেকে ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় গড়ে তুলেছেন একের অধিক ব্যবসা বাণিজ্য। সরকারি নিরাপত্তা প্রহরীর চাকুরী করে সরকারের গুরুত্বপূর্ণ কোটি কোটি টাকার খাদ্য পণ্য রক্ষনাবেক্ষনের দায়িত্ব থাকলেও নিরাপত্তার কাজে নিয়োজিত না থেকে কর্মস্থল ছেড়ে বছরের পর বছর ব্যবসা করে যাচ্ছেন আশুলিয়ায়।
তার সরকার সেলুন নামে চারটি সেলুন ও মা মাল্টিপারপাস সমিতি নামে একটি এনজিও রয়েছে। এবং সেখানেই তিনি স্হায়ী ভাবে বসবাস করে ব্যবসা পরিচালনা করছেন। মাঝে মধ্যে দুই তিন মাস পরে কর্মস্থলে এসে দুই একদিন অফিস করে স্বাক্ষর দিয়ে চলে যান। দায়িত্ব পালন না করলেও অথচ তিনি নিয়মিত বেতন-ভাতা উত্তোলন করে যাচ্ছেন।
দীর্ঘদিন অনুসন্ধান করে বিভিন্ন সূত্রে আরও জানা যায়, ২০১৭ সালে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় ভাঙ্গুড়ায় নিরাপত্তা প্রহরী পদে নিয়োগ পেয়ে যোগদান করেন। সেখান থেকে তাকে বাঘাবাড়ী এলএসডি খাদ্য গোডাউনে সংযুক্ত করা হয়। কিন্তু তিনি কর্মস্থলে উপস্থিত থেকে দায়িত্ব পালন করেন না। নিরাপত্তা প্রহরী একটি আবাসিক পদবী, কর্তব্য সময় শেষ হলেও ছুটি ব্যাতিত তার সবসময় কর্মস্থলে থাকার নিয়ম। অথচ তিনি স্হায়ী ভাবে বসবাস করছেন সাভার আশুলিয়ায়। তার বর্তমান বাসস্থান আশুলিয়া এবং তার কর্মস্থল ঘুরে দায়িত্ব পালন না করার সত্যতা পাওয়া যায়। এমনকি তার কর্মস্থল বাঘাবাড়ী এলএসডি খাদ্য গোডাউনে গিয়ে তাকে পাওয়া যায়নি। একজন নিরাপত্তা প্রহরী হয়ে দায়িত্ব পালন না করেও, কিভাবে ঊর্ধ্বতন কর্মকর্তার নজর এড়িয়ে চাকরিতে বহাল থেকে বেতন উত্তলন করছেন যা সচেতন মানুষের কাছে প্রশ্নবিদ্ধ।
এ বিষয়ে জানতে নিরাপত্তা প্রহরী মজিবর রহমান এর সাথে মুঠোফোন কথা হলে, তার কাছে জানতে চাওয়া হয় বর্তমানে কোথায় অবস্থান করছেন। তিনি প্রথমে আশুলিয়ায় তার ব্যবসা প্রতিষ্ঠানে আছে বলেন। এরপর সাংবাদিক পরিচয় জানার পরে, তার কাছে জানতে চাওয়া হয়, আপনার তো কর্মস্থলে থাকার কথা কিন্তু আপনি অফিস না করে স্হায়ী ভাবে আশুলিয়ায় বসবাস করে ব্যবসা করেন কিভাবে ? তখন তিনি বলেন ছুটিতে আছেন স্হায়ী ভাবে সেখানে থাকেন না। তার ছুটি বছরে কয়দিন জানতে চাইলে তিনি বলেন ২০ দিন। তখন তাকে জিজ্ঞেস করা হয় আপনার ছুটি ২০ দিন হলে আপনি কিভাবে এত ছুটি পেয়ে যান? আর কর্মস্থলে তো আপনি থাকেন না। তখন তিনি বলেন, এই বিষয়ে তার স্যার বাঘাবাড়ী এলএসডি খাদ্য গোডাউনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাসুদ রানার সাথে কথা বলতে।
নিরাপত্তা প্রহরীর চাকরিতে অনিয়মের বিষয়ে বাঘাবাড়ী এলএসডি খাদ্য গোডাউনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাসুদ রানার কাছে জানতে চাইলে, সময় ক্ষেপন করে তিনি কোন তথ্য না দিয়ে বিষয়টি এড়িয়ে যান।
ভাঙ্গুড়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আইরিন আফরোজ বলেন, মজিবর রহমান ০২/০১/২০১৭ সালে নিরাপত্তা প্রহরী পদে ভাঙ্গুড়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ে যোগদান করার পরেই তাকে বাঘাবাড়ী এলএসডি খাদ্য গোডাউনে সংযুক্ত করা হয়। সে আমাদের এখানে নিয়োগপ্রাপ্ত হলেও তার সব কার্যক্রম বাঘাবাড়ী এলএসডি খাদ্য গোডাউনে। তাই সেখানে যদি সে নিয়মিত অফিস না করে সেইটা আমাদের জানার সুযোগ নাই। সেখানকার দায়িত্বরত কর্মকর্তা বলতে পারবেন। তবে যদি কোন অনিয়মের প্রমাণ পাই তবে তার বিরুদ্ধে ব্যবস্হা নেওয়া হবে।
এ বিষয়ে জানতে পাবনা জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোহাম্মদ তানভীর রহমান এর কাছে জানতে চাইলে তিনি বলেন, বাঘাবাড়ী এলএসডি খাদ্য গোডাউন সিরাজগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের নিয়ন্ত্রণে। মজিবর রহমান আমাদের এখান থেকে নিয়োগ হলেও তাকে সংযুক্ত করা হয় বাঘাবাড়ী এলএসডি খাদ্য গোডাউনে তাই তার সকল কার্যক্রম সেখানকার ভারপ্রাপ্ত কর্মকর্তার ও সিরাজগঞ্জ ডিসি ফুডের নিয়ন্ত্রণে। আমাদের এখান থেকে শুধু বেতন দেওয়া হয়।
সিরাজগঞ্জ জেলা নিয়ন্ত্রক কর্মকর্তা এস এম সাইফুল ইসলাম বলেন , বাঘাবাড়ী এলএসডি খাদ্য গোডাউন আমাদের নিয়ন্ত্রণে, আমার এই বিষয়ে কোন কিছু জানা নাই। আপনি আমাকে তথ্য দিয়ে সহোযোগিতা করুন। কেউ যদি দায়িত্ব পালন না করে চাকরিতে অনিয়ম করে তার বিরুদ্ধে ব্যবস্হা নেওয়া হবে।