কৃত্রিম উপায়ে মৌচাষ করে মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন মাগুরা জেলার মৌচাষিরা। সরিষার উৎপাদন বৃদ্ধির পাশাপাশি মধু সংগ্রহ ও বিক্রি করে তা থেকে অতিরিক্ত মুনাফা উপার্জন করতে ব্যস্ত সময় যাচ্ছে মৌচাষীরা।
মৌচাষিরা বলছেন, কৃত্রিম উপায়ে মৌচাষ করে সপ্তাহে ৪ মণ করে ছয় মাসে ৭২ মণ মধু সংগ্রহ করা সম্ভব হচ্ছে। শুধু তাই নয়, মৌবাক্স স্থাপন করে মধু সংগ্রহ করে লাভবান হচ্ছেন চাষিরা। এদিকে, সরিষার ফলন বৃদ্ধিতে পরিপূরক ভূমিকা পালন করছেন বলে মনে করছেন উপজেলা কৃষি বিভাগ।
জানা গেছে, উপজেলার আড়পাড়া ইউনিয়নের রামকান্তপুর, ধর্মসীমা, ধনেশ্বরগাতী ইউনিয়নের তিলখড়ি, ছান্দড়াসহ পাঁচটি স্পটে প্রায় চারশ মৌবাক্স স্থাপন করে মধু সংগ্রহ করছেন তারা। উপজেলার যেসব জায়গায় সরিষার উৎপাদন বেশি হচ্ছে মূলত তার পাশেই মৌচাষিরা মৌবাক্স স্থাপন করছেন। দিনভর স্থাপিত বাক্সগুলো কখনো বন্ধ বা কখনো খোলা নিয়ে ব্যস্ত থাকছেন তারা।
মৌচাষি এনামুল ইসলাম২২ জানালেন, নিজ দেশ থেকে প্রশিক্ষণ নিয়ে অস্ট্রেলিয়া থেকে মৌমাছি সংগ্রহ করে তাদের ৬ মাস ধরে চিনি ও পানি খাইয়ে বাকি ছয় মাস মধু সংগ্রহ করতে বিভিন্ন সরিষা জমির পাশে মৌবাক্স স্থাপন করেন।
মৌচাষি রফিকুল ইসলাম বলেন, কৃত্রিম উপায়ে মৌচাষ করে সপ্তাহে ৪ মণ করে ছয় মাসে ৭২ মণ মধু সংগ্রহ করা হয়, যা কেজিপ্রতি ৩০০ টাকা বিক্রি করা হয়।
তিনি আরও বলেন, যেসব এলাকায় মৌবাক্স স্থাপন করা হয়, সেখান থেকে পার্শ্ববর্তী তিন কিলোমিটার এলাকার মধ্য থেকে মৌমাছি মধু সংগ্রহ করে।
আর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আলমগীর হোসেন বলেন, মৌমাছি গুলো যখন সরিষার সংস্পর্শে আসে তখন সরিষার পরাগায়ণ ঘটে। এতে সরিষার ফলনের পরিমাণ ১৫-২০ শতাংশ বৃদ্ধি পায়। তাই কৃত্রিম উপায়ে মৌচাষকে, সরিষার ফলন বৃদ্ধি ও অর্থ উপার্জনের একটি গুরুত্বপূর্ণ পথ বলে মনে করেন তিনি। এই কার্য্য চালু হওয়ায় এক দিকে যেমন সরিষা চাষীরা লাভবান হচ্ছে অপর দিকে মৌচাষীরাও লাভবান হচ্ছে।