Top
সর্বশেষ

একাধিক বিয়ের ফাঁদে অর্থ লুট শিলার

১১ ডিসেম্বর, ২০২২ ৪:৪৪ অপরাহ্ণ
একাধিক বিয়ের ফাঁদে অর্থ লুট শিলার
পাবনা প্রতিনিধি :

পাবনার ঈশ্বরদীতে একাধিক বিয়ে আর স্বামী পাল্টানো এবং অর্থ লুটে নেওয়াই শিলা খাতুনের পেশা এমন অভিযোগ করেছেন গোলাম মোস্তফা ঠান্টু (৫৭) নামের এক ব্যক্তি।

শিলা খাতুন একে একে বিয়ে করেছেন ৬ টি। সবার কাছ থেকেই হাতিয়ে নিয়েছেন লক্ষ লক্ষ টাকা। শিলার ৬ষ্ঠ স্বামী গোলাম মোস্তফা ঠান্টু বলেন, ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের শ্যামপুর গ্রামের মোঃ আব্দুর রহিম এর মেয়ে শিলা খাতুনের ফাঁদে পরে তাকে বিয়ে করতে বাধ্য হই ।

উপজেলার ভাড়ইমারী গ্রামের পলাশ হোসেন ছিল শিলার ১ম স্বামী। এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রথম সংসারে তার দুইটি সন্তান থাকলেও পরবর্তী সংসার গুলো থেকে ব্লাকমেইল করে হাতিয়ে নিয়েছে লক্ষ লক্ষ টাকা। শিলা তার ১ম স্বামী পলাশকে ৭/৪/২০১৭ তারিখে তালাক প্রদান করেন।

শিলা তার ১ম স্বামীকে ডিভোর্স দিয়ে ২য় বার বিয়ে করেন একই এলকার নাসির হোসেন নামের এক ব্যক্তিকে। সেখানেও কিছুদিন সংসার করে কাবিননামার টাকা ও বিভিন্ন অজুহাতে নাসির এর কাছ থেকে আদায় করে অনেক অর্থ। ২য় স্বামী নাসিরকে ৭/৫/২০১৭ তারিখে তালাক দেয় শিলা। তালাক দিয়ে আবার বিয়ে করেন দাশুড়িয়া ইউনিয়নের আল্লাদী গ্রামের জহুরুল হক নামের আরেক ব্যক্তিকে। এখান থেকেও অর্থ হাতিয়ে সটকে পড়ে শিলা। দীর্ঘস্থায়ী হয়নি এ সংসার।

এর পরে প্রেমের ফাঁদে ফেলে ১ লক্ষ টাকা দেন মোহরে আটঘরিয়া উপজেলার তারাপাশা গঙ্গারামপুর গ্রামের মোঃ বাদশা প্রাং এর ছেলে মোঃ কুদ্দুস আলীকে (৪র্থ স্বামী) ১৮/৮/২০১৭ তারিখে বিয়ে করে শিলা। এখান থেকে অর্থ হাতিয়ে সটকে পড়েন শিলা খাতুন এবং ২৯/৫/২০১৮ তারিখে তালাক প্রদান করেন।

পুনরায় ৫ লক্ষ টাকা দেন মোহরে ৫/৭/২০১৮ তারিখে শিলা খাতুন বিয়ে করেন তার পূর্বের স্বামী ঈশ্বরদী উপজেলার আল্লাদী গ্রামের জহুরুল ইসলামকে। সেখানেও কিছুদিন সংসার করে দেন মোহর ও নগদ টাকা নিয়ে নিয়ে কেটে পরে শিলা খাতুন নামের ঐ নারী এবং তাকে তালাক দেন।

অভিনব প্রতারণার মাধ্যমে সর্বশেষ ঈশ^রদী উপজেলার শ্যামপুর গ্রামের মৃত খোয়াজ সরদারের ছেলে গোলাম মোস্তফা ঠান্টু (৫৭) নামের এক ব্যক্তিকে ৬ষ্ঠ স্বামী হিসাবে গ্রহণ করেন শিলা খাতুন। ঠান্টু ও শিলার বাড়ী একই গ্রামে ও ঠান্টুর ১ম পক্ষ আরেকটি সংসার থাকায় ২য় স্ত্রী শিলাকে নিয়ে দাশুড়িয়াতে ভাড়া বাসায় বসবাস করতেন তারা।

ঠান্টু অভিযোগ করে বলেন, দাশুড়িয়াতে ভাড়া থাকাকালীন শিলা খাতুন, তার মা সেলিনা খাতুন (৫৫), তার বোন রুমা খাতুন (৩২), দুলাভাই মন্টু ও শিলার ভাই তানিম এর সহযোগিতায় তার কাছ থেকে বিভিন্ন সময় নানা কৌশলে মোটা অংকের টাকা গ্রহণ করেছে।

ঠান্টু আরোও জানান, ২৮ ফেব্রুয়ারী/২২ উপরোক্ত ব্যক্তিগণ মিলে তার ভাড়া বাসায় তাকে আটকে রেখে মারপিট করে এবং ৫ লক্ষ টাকা দাবি করেন শিলা গং। সেখান থেকে ঠান্টু পালাতে সক্ষম হলেও পরে রাতে তার রুম থেকে শিলা খাতুন ও তার সহযোগিরা বিভিন্ন প্রকার আসবাপত্র ও নগদ টাকা, স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায়। ঠান্টু জানায়, তার বেশ কিছুদিন পর আমাকে নোটিশ পাঠিয়ে ২/৩/২০২২ তারিখে তালাক প্রদান করে শিলা ।

খোঁজ নিয়ে জানা গেছে শিলা খাতুন ইতোপূর্বে আরোও ৫ জন ব্যক্তির সাথে প্রতারণা করে স্বামী বানিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। এখনও বিভিন্ন মোবাইল নাম্বার থেকে গোলাম মোস্তফা ঠান্টুর কাছে থেকে টাকা চাওয়ার ঘটনা অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

ভুক্তভোগী গোলাম মোস্তফা ঠান্টু সবাইকে এই অর্থলোভী নারী থেকে সাবধানে থাকার পরামর্শ দিয়ে বলেন, আমার মত আর কেউ যেন এই সর্বনাশা নারীর ফাঁদে না পরে। ভুক্তভোগী শিলা খাতুনের বিচার দাবি করেছেন।

এ বিষয়ে শিলা খাতুন ও তার মায়ের বক্তব্য জানতে অনেক চেষ্টা করেও সম্ভব হয়নি।

শেয়ার