১৯৭১ সালের ১৩ ডিসেম্বর এই দিনে মানিকগঞ্জ জেলা (তৎকালীন মহকুমা) পাক বাহিনীমুক্ত হয়। হানাদারমুক্ত দিবসকে ঘিরে জেলা প্রশাসন ও বিভিন্ন দলীয় সংগঠন নানান কর্মসূচি পালন করবে বলে জানা গেছে ।
এদিকে আজ থেকে ঠিক ৫১ বছর আগে এইদিনে জেলার বিভিন্ন স্থান থেকে পিছু হটে যায় মহকুমা শহরে অবস্থান নেয়া পাকিস্তানী হানাদার বাহিনী। সে সময় পাক বাহিনী ঘাটি বসিয়েছিল মানিকগঞ্জের সিএন্ডবি’র ডাকবাংলোতে। জানা গেছে এখান থেকেই জেলার বিভিন্ন এলাকায় এদেশীয় রাজাকারদের নিয়ে হত্যাযজ্ঞ পরিচালনা করতো পাক বাহিনী।
পাক বাহিনীর মূল ব্যারাক ছিল মানিকগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন পিটিআই ভবনে । ২৫ মার্চ/৭১ এর রাতে মানিকগঞ্জের প্রগতিশীল রাজনৈতিক নেতা-কর্মীদের নিয়ে মুক্তিযুদ্ধের প্রস্তুতি শুরু হয়। মুক্তিযুদ্ধ পরিচালনা করার জন্য ঐদিনই মানিকগঞ্জে অ্যাডভোকেট খোন্দকার চাঁন মিয়াকে চেয়ারম্যান করে প্রয়াত মো. মোসলেম উদ্দিন খান হাবু মিয়া, প্রয়াত ক্যাপ্টেন (অব:) আবদুল হালিম চৌধুরী, প্রয়াত খোন্দকার দেলোয়ার হোসেন, সৈয়দ আনোয়ার আলী চৌধুরী, মীর আবুল খায়ের ঘটু ও মফিজুল ইসলাম খান কামালকে নিয়ে সাত সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। বিপ্লবী কমান্ডের সিদ্ধান্তে মানিকগঞ্জ ট্রেজারীতে রক্ষিত অস্ত্র-গোলাবারুদ ও ক্যাপ্টেন আবদুল হালিমের লাইসেন্সকৃত বন্দুক-পিস্তল মুক্তিযুদ্ধে ব্যবহার করা শুরু হয়। জেলা কমান্ড কাউন্সিলের সদস্যরা যুদ্ধ পরিচালনার জন্য শপথ গ্রহণ করেন । এছাড়াও ভারতের কল্যাণীতে যুদ্ধের প্রশিক্ষন নিতে যায় বেশ কয়েকজন তরুনদের দল।
মুক্তিবাহিনীর পক্ষ থেকে আরিচা ফেরিঘাট বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়। কিন্তু, ১ এপ্রিল ৭১ সাল হেলিকপ্টারে করে সেনা নামিয়ে ঢাকা-আরিচা মহাসড়ক দখল করে নেয় পাক বাহিনী। ঐ দিনের মধ্যেই মানিকগঞ্জসহ বিভিন্ন এলাকা পাকবাহিনীর দখলে চলে যায়। জুলাই মাসে রাজাকার, আল-বদর ও শান্তি কমিটি গঠন করা হয়। স্বাধীনতা বিরোধীরা পাকবাহিনীকে মানিকগঞ্জ বাসিদের হত্যা, ধর্ষন ও ধংসযজ্ঞে সহায়তা করতে থাকে । ভারত থেকে অস্ত্র ও প্রশিক্ষণ নিয়ে মুক্তিযোদ্ধারা জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে প্রতিরোধ শুরু করেন। পাকবাহিনী, আল-বদর, আল-শামস, রাজাকারদের আক্রমণ ও ষড়যন্ত্র প্রতিরোধে মানিকগঞ্জে মুক্তিযোদ্ধারা দু’টি সেক্টরে কাজ করেন। অক্টোবরের আগ পর্যন্ত মুক্তিযুদ্ধের সব কাজই অস্থায়ী সরকারের নেতৃত্বে গড়ে ওঠা মুক্তিবাহিনীর নেতৃত্বে চলে। ১৭ জুলাই ঘিওর থানা আক্রমণ করে পাক সেনাদের আহত করে অস্ত্র ও গোলাবারুদ নিজেদের দখলে আনে মুক্তিযোদ্ধারা। ১৮ আগস্ট হরিরামপুর থানায় প্রবেশ করলে মুক্তিবাহিনীর সাহসী গর্জনে পিছু হটে পাক বাহিনী।
এরপর ১৩ অক্টোবর সিও অফিসে সংরক্ষিত পাকবাহিনী ক্যাম্প দখলের জন্য মুক্তিবাহিনী আক্রমণ করলে পাকবাহিনী পরাজিত হয়। এ সময় পাকবাহিনীর পাঁচ সদস্য মুক্তিযোদ্ধাদের পক্ষ অবলম্বন করে। তখন পাকবাহিনীর ৭০টি রাইফেল, তিনটি এলএমজি ও সাত বক্স গুলি মুক্তিযোদ্ধাদের দখলে আসে। পাকবাহিনী ক্যাম্প দখলের পর সেখানকার ওয়্যারলেস অফিস পুড়িয়ে দেয়ার সময় আগুনে পুড়ে মুক্তিযোদ্ধা মাহফুজুর রহমান শহীদ হন ও মুক্তিযোদ্ধা পানু মোল্লা আহত হন। পরবর্তীতে ৫ অক্টোবর সিংগাইর থানার বায়রা নামক স্থানে ধলেশ্বরী নদীর উত্তর পাড় থেকে নৌকায় চলাচলকারী পাকবাহিনীর ওপর ব্রাশফায়ার করলে ১৫ জন পাকসেনা নিহত হন।
মানিকগঞ্জে সবচেয়ে বড় যুদ্ধ বলে খ্যাত সিংগাইরের গোলাইডাঙ্গা যুদ্ধ। এ যুদ্ধের নেতৃত্ব দেন তোবারক হোসেন লুডু। ১৯৭১ সালের ২৯ অক্টোবর শুক্রবার। সেদিন গোলাইডাঙ্গা মুক্তিযোদ্ধা ক্যাম্প দখলের জন্য তিন শতাধিক পাকবাহিনী ২০ থেকে ২৫টি নৌকা যোগে সেখানে আসে। এ খবর পেয়ে মুক্তিযোদ্ধারা দু’টি গ্রুপে বিভক্ত হয়ে অবস্থান নেয়। সেখানে দ্বিমুখী আক্রমণে একজন কর্নেলসহ ৮১ জন পাক সেনা মারা যায় । এছাড়াও স্থানীয় বাসিন্দাদের মধ্যে শহীদ হন নয়’জন। ১৪ অক্টোবর বালিরটেক ও ১৫ অক্টোবর সুতালড়িতে পাকবাহিনীর সঙ্গে যুদ্ধ হয়। বালিরটেক যুদ্ধে দু’জন মুক্তিযোদ্ধা শহীদ হন।
২২ নভেম্বর দেশীয় দোসর ও পাক হানাদার বাহিনী গভীর রাতে তেরশ্রী, সেনপাড়া, বড়রিয়া এবং বড়বিলা গ্রামের ঘুমন্ত মানুষের ওপর নারকীয় তান্ডব চালায়। নির্বিচারে গুলি, বেয়নেট চার্জ ও বাড়ি ঘরে আগুন দিয়ে তেরশ্রী জমিদার সিদ্ধেশ্বর প্রসাদ রায় চৌধুরী এবং অধ্যক্ষ আতিয়ার রহমানসহ ৪৩ জন নিরীহ মানুষকে হত্যা করে ।
১০ ডিসেম্বর মানিকগঞ্জের শিবালয় উপজেলার মিরপুর গ্রামে সাবেক ইউপি চেয়ারম্যান ইসমাইল উদ্দিন মোল্লার বাড়ি মুক্তিযোদ্ধা ক্যাম্পে পাকিস্তানী বাহিনী ও তাদের দোসররা অতর্কিত হামলা চালায়। এতে মুক্তিযোদ্ধারাও পাল্টা প্রতিরোধ করলে প্রায় দুই ঘন্টা সম্মুখ যুদ্ধ সংঘটিত হয়। যুদ্ধে বীর মুক্তিযোদ্ধা মুনসুর আলম গুলিতে আহত হন। এক পর্যায়ে হানাদার বাহিনী এলাকার কোকারাম মন্ডলকে নৃশংসভাবে হত্যা করে এবং সেই সাথে আগুনে পুড়িয়ে দেয় গ্রামটির প্রায় অর্ধশত বাড়ি-ঘর।
এরইমধ্যে চলে আসে ১২ ডিসেম্বর সেদিন মুক্তিবাহিনীরা অবস্থান নেয় মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ক্যাম্পে। হঠাৎ করেই ২নম্বর সেক্টরের কমান্ডার মেজর হায়দার ক্যাম্পে এসে উপস্থিত হন।মেজর হায়দার এর উপস্থিতি মুক্তি বাহিনীরদের যুদ্ধের প্রস্তুতিকে আরো বেগবান করে তুলে এবং তারা নতুন উদ্দীপনায় যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করেন। ইতোমধ্যে তারা খবর পেলো দক্ষিণাঞ্চল থেকে একটা বিশাল পাক হানাদার বাহিনী মানিকগঞ্জের উপর দিয়ে ঢাকার অভিমুখে (বর্তমান ঢাকা আরিচা মহাসড়ক ধরে) যাত্রা করছে। সে সময় তারা (মুক্তিবাহিনী) মানিকগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন মানোরা নামক এলাকায় পাক বাহিনীর সাথে সম্মুখযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে । ওই যুদ্ধে পাকবাহিনীর অনেকেই সেদিন মারা যায়। তবে মুক্তিবাহিনীর একজন যোদ্ধাও সেদিন শহীদ হন। যার বাড়ি সদর উপজেলার গড়পাড়াস্থ চরগড়পাড়া গ্রামে। এর পরপরই মানিকগঞ্জের বিজয় নিশ্চিত হয় এবং পুরো শহর আনন্দ উল্লাসে মেতে ওঠে ।
এরপর পরই ১৩ ডিসেম্বর বিজয়ী বেশে মুক্তিযোদ্ধারা মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ মাঠে সমবেত হন। সেদিন তৎকালীন আওয়ামীলীগ নেতা মাজহারুল হক চাঁন মিয়ার সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই সমাবেশ থেকে আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করা হয়। সেই থেকেই মানিকগঞ্জ জেলাবাসি (মানিকগঞ্জ মহকুমা) আজকের এই দিনটিকে শ্রদ্ধা ও ভালোবাসায় নানান বাঙালি ঐতিহ্যের আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পালন করে আসছেন।
তবে বর্তমান প্রজন্ম যারা সাধারণ নাগরিক হিসেবে নিজেদেরকে চিন্তা করেন, তারা বলছেন মুক্তিযুদ্ধ নিয়ে ভিন্ন কথা। তাদের ভাষ্যমতে ‘আমরা বাঙালিরা যেন মুক্তিযুদ্ধের ইতিহাসকে ভুলতে বসেছি । মুক্তিযুদ্ধের চেতনা কি সে সম্পর্কে আমাদের সম্যক জ্ঞান নেই।’ উদাহরণ হিসেবে অনেকেই বলছেন – “এই ধরনের বিশেষ দিনগুলো কেবলই ক্যালেন্ডারে প্রকাশ পায়! সারা বছর আমাদের মধ্যে স্বাধীনতা, বিজয় এই সমস্ত বিষয়গুলো উপলব্ধি না থাকলেও ঐ বিশেষ একটি দিনকে কেন্দ্র করে আগে পরে এক-দুই দিন আমরা স্মরণ করি! বছরের বাকি সময় দিনটি যেন ভুলেই যাই। আসলে আমাদের চেতনা থেকে এই দিনগুলোকে স্মরণ রাখতে হবে। এই দিনগুলোর সত্যিকারের মর্মবাণী বুঝতে হবে। তবেই আমরা পরিপূর্ণ বিজয়ের স্বাদ গ্রহণ করতে পারবো।”