পুঁজিবাজারে বে-মেয়াদি তহবিল হিসেবে খসড়া প্রসপেক্টাসের অনুমোদন পেয়েছে ‘পিএলআই এএমএল ফার্স্ট ইউনিট ফান্ড।’ নতুন এই তহবিলের লক্ষ্যমাত্রা ৫০ কোটি টাকা। এর মধ্যে ২৫ কোটি প্রদান করেছে ফান্ডটির উদ্যোক্তা পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানি। বাকি ২৫ কোটি টাকা বাজারে শেয়ার ছেড়ে বিনিয়োগকারীদের থেকে উত্তোলন করা হবে। এতে প্রতি ইউনিটের অভিহিত মূল্য হবে ১০ টাকা।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮৫৬তম সভায় নতুন এ ফান্ডের অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।
কমিশনের সূত্র অনুযায়ী, ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক পিএলআই অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড। তাছাড়া ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড এবং কাস্টডিয়ান হিসেবে থাকছে ব্রাক ব্যাংক লিমিটেড।
বিপি/আজাদ