ঈদ-উল-ফিতর উপলক্ষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) পাঁচ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে ডিএসইর লেনদেন এবং দাফতরিক কার্যক্রম আগামী ১৯ থেকে ২৩ এপ্রিল (চাঁদ দেখা সাপেক্ষে) পর্যন্ত বন্ধ থাকবে। ঈদের পর ডিএসইতে লেনদেন এবং দাফতরিক কার্যক্রম যথারীতি পরিচালিত হবে।
ঈদের পর সকাল ১০টা থেকে দুপুর ২টা ২০ মিনিট পর্যন্ত পুঁজিবাজারে লেনদেন চলবে। আর ১০ মিনিট পোস্ট ক্লোজিং সেশন হবে। সে ক্ষেত্রে পোস্ট ক্লোজিং সেশন হবে ২টা ২০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত।
আর দাফতরিক কার্যক্রম সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে।
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস