দেশের দ্বিতীয় পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) তালিকাভুক্ত কোম্পানীগুলোর পারফরমেন্স পর্যালোচনার ভিত্তেতে সিএসই-৫০ ইনডেক্সে ১৪ পরিবর্তন এনেছে। এতে করে সিএসই ৫০ ইনডেক্সে নতুন ১৪ টি কোম্পানীকে যুক্ত করা হয়েছে এবং পূর্বের ১৪ টি কোম্পানীকে বাদ দেয়া হয়েছে। সিএসইর এই পরিবর্তন কার্যকর হবে ১১ মে ২০২৩ থেকে। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
নতুন করে যুক্ত কোম্পানীগুলোর মধ্যে রয়েছে এবি ব্যাংক লিমিটেড, একটিভ ফাইন কেমিক্যালস লি:, বিডি শিপিং কর্পোরেশন, ইস্টার্ন হাউজিং লিমিটেড, জেনেক্স ইনফোসিস লিমিটেড, আইডিএলসি ফাইনান্স লিমিটেড, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, অরিয়ন ইনফিউশন লিমিটেড, পাওয়ার গ্রিড কোম্পানি অব বিডি লি:, পূবালী ব্যাংক লিমিটেড, আর এ কে সিরামিকস (বিডি) লি:, সাইফ পাওয়ারটেক লিমিটেড, সি পার্ল বিচ রিসোর্ট এন্ড স্পা লিমিটেড এবং ইউনিক হোটেল এন্ড রিসোর্ট পিএলসি ।
আর সিএসই-৫০ থেকে বাদ পরা ১৪ কোম্পানির মধ্যে রয়েছে আল-আরাফাহ ইসলামি ব্যাংক লি:, বিকন ফার্মাসিউটিক্যালস্ লি:, বিএসআরএম স্টিলস্ লি:, কনফিডেন্স সিমেন্ট লিমিটেড, ঢাকা ব্যাংক লিমিটেড, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, ফরচুন সুজ লিমিটেড, এমজেএল বাংলাদেশ লি:, প্রাইম ব্যাংক লিমিটেড , শাহজালাল ইসলামী ব্যাংক লি., সিঙ্গার বাংলাদেশ লিমিটেড, সাউথইষ্ট ব্যাংক লিমিটেড, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড এবং তিতাস গ্যাস ট্রান্সমিউশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লি:।
নতুন করে যুক্ত ১৪ টি কোম্পানীসহ ৫০টি কোম্পানীর নাম হল- এবি ব্যাংক লিমিটেড, একটিভ ফাইন কেমিক্যালস লি, এডভান্সড্ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লি:, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কো: লি:, বিবিএস ক্যাবলস লি:, বিডি শিপিং কর্পোরেশন, বেক্সিমকো লি:, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ব্র্যাক ব্যাংক লি:, ব্রিাটশ অ্যামেরিকান ট্যোবাকো বাংলাদেশ কো: লি:, ডেল্টা লাইফ ইন্সুরেন্স কোম্পানী লি., ডাচ-বাংলা ব্যাংক লিমিটিড, ইস্টার্ন হাউজিং লিমিটেড, এক্সর্র্পোট-ইমপোর্ট ব্যাংক অব বিডি লি:, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লি:, জেনেক্স ইনফোসিস লিমিটেড, জিপিএইচ ইস্পাত লি:, গ্রামীনফোন লিমিটেড, আইডিএলসি ফাইনান্স লিমিটেড, ইফাদ অটোস লিমিটেড, আইএফআইসি ব্যাংক লি:, ইসলামী ব্যাংক বাংলাদেশ লি:, যমুনা ব্যাংক লি:, লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড, লংকাবাংলা ফাইনান্স লি:, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড, ন্যাশনাল ব্যাংক লি:, ন্যাশনাল ক্রেডিট এন্ড কমার্স ব্যাংক লি:, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ওয়ান ব্যাংক লিমিটেড, অরিয়ন ইনফিউশন লিমিটেড, ওরিয়ন র্ফামা লি:, পদ্মা ওয়েল কেস্পানী লিমিটেড, পাওয়ার গ্রিড কোম্পানি অব বিডি লি, পূবালী ব্যাংক লিমিটেড, আর এ কে সিরামিকস (বিডি) লি, রবি অ্যাক্সিয়াটা লিমিটেড, সাইফ পাওয়ারটেক লিমিটেড, সি পার্ল বিচ রিসোর্ট এন্ড স্পা লিমিটেড, শাহজিবাজার পাওয়ার কো: লি:, স্কয়ার ফার্মাসিউটিক্যালস্ লিমিটেড, সামিট পাওয়ার লিমিটেড, দি একমি ল্যাবরেটরিজ লি:, দি সিটি ব্যাংক লি., দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড, ইউনিক হোটেল এন্ড রিসোর্ট পিএলসি, ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক লি:, ইউনাইটেড পাওয়ার জেনারেশন এন্ড ডিস্ট্রিবিউশন কো: লি: এবং উত্তরা ব্যাংক লিমিটেড ।
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস