Top

ব্লক মার্কেটে লেনদেন ৪৯ কোটি টাকার

০৭ মে, ২০২৩ ৩:৫২ অপরাহ্ণ
ব্লক মার্কেটে লেনদেন ৪৯ কোটি টাকার
পুঁজিবাজার ডেস্ক :

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৭৬টি কোম্পানির মোট ৪৯ কোটি ৯৬ লাখ ৪৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। 

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি স্কয়ার ফার্মার ৫ কোটি ৬৪ লাখ ৭৭ হাজার, দ্বিতীয় স্থানে সিটি ব্যাংকের ৪ কোটি ৫২ লাখ ৯ হাজার এবং তৃতীয় স্থানে সোনালী পেপারের ৪ কোটি ৮ লাখ ৬৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে জেমিনি সী ফুডের ৩ কোটি ৮ লাখ ২৪ হাজার, সি পার্ল হোটেলের ২ লাখ ৯৫ লাখ ৩২ হাজার, শাইনপুকুর সিরামিকসের ২ কোটি ৪৫ লাখ ২৭ হাজার, ন্যাশনাল পলিমারের ২ কোটি ২৬ লাখ ৫৭ হাজার, সিটি জেনারেল ইন্সুরেন্সের ১ কোটি ৪৩ লাখ ৬৭ হাজার, এ্যাসোসিয়েটেড অক্সিজেনের ১ কোটি ২৩ লাখ ৫৯ হাজার এবং গ্রামীণফোনের ১ কোটি ২২ লাখ ৬৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার