পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ (বিএটিবিসি) লিমিটেডের পরিচালনা পর্ষদ প্রথম প্রান্তিকের (জানুয়ারি,২১-মার্চ,৩১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
এই সময়ে কোম্পানির আয় গত বছরের তুলনায় অনেক বেড়েছে। কারণ হিসেবে প্রতিষ্ঠানটি বলছে রপ্তানি বাড়ার ফলে তাদের আয় বেড়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ,২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮ টাকা ৪৪ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৭ টাকা ৭৩ পয়সা।
একই সময়ে কোম্পানির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ৭৪ টাকা ৭১ পয়সা। গত বছর একই সময়ে এনএভি ছিলো ৬০ টাকা ৮৬ পয়সা।
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস