৭ জানুয়ারি দ্বাদশ জাতী নির্বাচনে নিরঙ্কুশ জয়ের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ)। মঙ্গলবার (৯ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো এক বার্তায় তাকে অভিনন্দন জানিয়েছেন সংস্থাটির নির্বাহী চেয়ারম্যান অধ্যাপক ক্লাউস শোয়াব। এসময় শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সঙ্গে কাজ করার আগ্রহও প্রকাশ করেছেন তিনি।
পাঠানো শুভেচ্ছা বার্তায় অধ্যাপক ক্লাউস শোয়াব বলেন, ‘দ্বাদশ জাতীয় নির্বাচনে ঐতিহাসিক বিজয়ে আপনার দলকে নেতৃত্ব দেওয়ার জন্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের পক্ষ থেকে আমার অভিনন্দন গ্রহণ করুন। নতুন মেয়াদে আপনার ও আপনার সহকর্মীদের সাফল্য কামনা করছি।’
প্রধানমন্ত্রীকে ৫৪তম বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভায় যোগদানের আমন্ত্রণও জানিয়েছেন অধ্যাপক শোয়াব। আগামী ১৫ থেকে ১৯ জানুয়ারি সুইজারল্যান্ডের দাভোস-ক্লিস্টার্সে এই সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করে শোয়াব বলেন, ‘আপনার নেতৃত্ব বাংলাদশের আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রেখেছে। আমার দৃঢ় বিশ্বাস, আপনার নেতৃত্বেই ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ তার অর্থনৈতিক সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগিয়ে একটি উন্নত দেশে পরিণত হবে।’
বাংলাদেশের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করে তিনি বলেন, ‘বাংলাদেশের পূর্ণ প্রবৃদ্ধির সম্ভাবনা অর্জনে সহায়তা করার জন্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম আপনার ও আপনার সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে সবসময় উন্মুখ।’
এনজে