Top

বিশ্ববাজারে দশমিক ৪ শতাংশ বেড়েছে স্বর্ণের দাম

১৩ জানুয়ারি, ২০২৪ ৯:৪১ পূর্বাহ্ণ
বিশ্ববাজারে দশমিক ৪ শতাংশ বেড়েছে স্বর্ণের দাম

বৈশ্বিক বাজারে শুক্রবার বেড়েছে মূল্যবান ধাতু স্বর্ণের দাম। মুদ্রাবাজারে ডলারের অবনমন এতে প্রভাবক হিসেবে কাজ করেছে। বাজার অংশীজনরা এখন যুক্তরাষ্ট্রের সাপ্তাহিক মূল্যস্ফীতি তথ্যের জন্য অপেক্ষা করছেন। এর উপর ভিত্তি করে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) সামনে সুদ হার কমিয়ে আনতে পারে এমন ইঙ্গিতে স্বর্ণের বাজারমুখী হচ্ছেন বিনিয়োগকারীরা। এতে চাহিদা বাড়ায় দাম বাড়ছে মূল্যবান ধাতুটির। খবর রয়টার্স।

স্পট মার্কেটে শুক্রবার স্বর্ণের দাম দশমিক ৪ শতাংশ বেড়েছে। আউন্সপ্রতি মূল্য উঠেছে ২ হাজার ৩১ ডলার ৮৩ সেন্টে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটেও ধাতুটির দাম বেড়েছে দশমিক ৪ শতাংশ। প্রতি আউন্স বিক্রি হয়েছে ২ হাজার ৩৬ ডলার ৬০ সেন্টে। ডেনিশ বিনিয়োগ ব্যাংক স্যাকসো ব্যাংকের কমোডিটি স্ট্র্যাটেজির প্রধান ওলে হ্যানসেন বলেছেন, ‘প্রতি আউন্স স্বর্ণ ২ হাজার ১০ ডলারের আশপাশে থাকছে। বাজারে নতুন গতি আনার জন্য ২ হাজার ৪৫ ডলারের রেকর্ড ভাঙা প্রয়োজন।’

বিনিয়োগকারীরা এখন মার্কিন ভোক্তা মূল্যস্ফীতি (সিপিআই) প্রতিবেদনের জন্য অপেক্ষা করছেন। সিপিআই প্রতিবেদন থেকে বোঝা যাবে ফেড কখন থেকে সুদহার কমাতে শুরু করতে পারে। আজ (শুক্রবার) মার্কিন উৎপাদন ব্যয় প্রতিবেদন প্রকাশ করার কথা।

রয়টার্সের এক জরিপে বলা হয়েছে, গত ডিসেম্বরে মূল্যস্ফীতির হার ছিল ৩ দশমিক ২ শতাংশ। একই সময়ে মূল মূল্যস্ফীতি কমে নেমেছে ৩ দশমিক ৮ শতাংশে, যা ২০২১ সালের মাঝামাঝি সময় থেকে এ পর্যন্ত সর্বনিম্ন।

এনজে

শেয়ার