Top

ব্যারেলে ৭৪ ডলারে নামতে পারে তেলের দাম

১৯ জানুয়ারি, ২০২৪ ২:৩১ অপরাহ্ণ
ব্যারেলে ৭৪ ডলারে নামতে পারে তেলের দাম

বৈশ্বিক অপরিশোধিত জ্বালানি তেলের সরবরাহ কমানোর চেষ্টা চালাচ্ছে রফতানিকারক দেশগুলোর জোট ওপেক ও এর সহযোগী ওপেক প্লাস। উদ্দেশ্য দাম বাড়ানোর মাধ্যমে লোকসান এড়ানো। কিন্তু জোটের বাইরের দেশগুলো থেকে উত্তোলন ও সরবরাহ ধারাবাহিকভাবে বাড়ছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র জ্বালানিটির উত্তোলন বাড়াচ্ছে ব্যাপক মাত্রায়। ফলে চলতি বছর বিশ্বজুড়ে জ্বালানি তেলের গড় দাম নিম্নমুখী থাকবে বলে জানিয়েছে বিনিয়োগ ব্যাংক ও আর্থিক পরিষেবা প্রতিষ্ঠান সিটি গ্রুপ।

সিটির গবেষণা বিভাগ সম্প্রতি অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের মূল্য পূর্বাভাস সংশোধন করে কমিয়েছে। চলতি বছর এটির গড় দাম ব্যারেলপ্রতি ৭৪ ডলার ধরা হয়েছে। তবে চলতি বছর বাজার আদর্শটির দাম ৭০ ডলারের নিচে নামবে না বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি। তাছাড়া আগামী বছরের জন্যও পূর্বাভাস কমানো হয়েছে।

এ বিষয়ে সিটি গ্রুপ এক নোটে জানায়, এ বছর অপরিশোধিত জ্বালানি তেলের সরবরাহ বাড়লেও সম্প্রতি কিছু বিষয় উদ্বেগ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে লোহিত সাগর দিয়ে জ্বালানি তেল পরিবহন প্রতিবন্ধকতার মুখে পড়েছে। অনেক শিপিং কোম্পানি আগাম ঝুঁকি মোকাবেলায় এ রুট এড়িয়ে চলছে। এতে কিছু সময়ের জন্য সরবরাহ বিঘ্নিত হতে পারে। সংঘাত শিথিল হয়ে এলে আবারো সরবরাহ বাড়বে।

এর আগে দেয়া এক পূর্বাভাসে সিটি গ্রুপ জানিয়েছিল, আগামী বছর অর্থাৎ ২০২৫ সালে ব্রেন্টের গড় দাম নামতে পারে ৭০ ডলারে। নতুন পূর্বাভাসে তা আরো কমানো হয়েছে। ব্যারেলপ্রতি গড় বার্ষিক মূল্য ধরা হয়েছে ৬০ ডলার।

এনজে

শেয়ার