Top

নতুন কর্মসূচি দিয়ে আজকের শাহবাগের অবরোধ তুলে নিলেন শিক্ষার্থীরা

১২ জুলাই, ২০২৪ ৬:৪৫ অপরাহ্ণ
নতুন কর্মসূচি দিয়ে আজকের শাহবাগের অবরোধ তুলে নিলেন শিক্ষার্থীরা

দীর্ঘ এক ঘণ্টা অবস্থানের পর শাহবাগ মোড় থেকে অবরোধ তুলে নিয়েছেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত । এতে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়েছে।

শুক্রবার (১২ জুলাই) সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। অবরোধ তুলে নেওয়ার আগে সংক্ষিপ্ত সমাবেশে আগামীকালের কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনের সমন্বয়করা।

কর্মসূচি অনুযায়ী আগামীকাল সারাদিন দেশব্যাপী প্রতিনিধি বৈঠক করবে সংগঠনটি। একই সঙ্গে পূর্বে ঘোষিত ক্লাস-পরীক্ষা বর্জনের কর্মসূচিও চলমান থাকবে। পরবর্তীতে বিকেল ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সংবাদ সম্মেলন করবেন তারা।

কর্মসূচি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার। তিনি বলেন, সারাদেশে আমাদের শিক্ষার্থীদের ওপর যে হামলা হয়েছে আমরা তার তীব্র নিন্দা জানাই। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলা হয়েছে। পুলিশ এক সাংবাদিককে লাঠি দিয়ে আঘাত করে মাথা ফাটিয়ে দিয়েছে। আমরা এই হামলাকারীদের বিচারের আওতায় আনার দাবি জানাই।

বাকের বলেন, আমরা আগামীকাল শনিবার সারাদেশের আন্দোলন সমন্বয়কদের সাথে অনলাইন, অফলাইনে বৈঠক করে সমন্বয় করবো। পাশাপাশি গণসংযোগ চলমান থাকবে। সবশেষে সন্ধ্যা ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সার্বিক বিষয়ে একটি প্রেস ব্রিফিং করবো।

এর আগে বিকেল ৪টার দিকে ঢাবি কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। সেখান থেকে সাড়ে ৪টার দিকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাহবাগে যান শিক্ষার্থীরা। রাজু ভাস্কর্যে সমাবেশ করার কথা থাকলেও সেখানে জুম্ম শিক্ষার্থীদের কর্মসূচি চলমান থাকায় শাহবাগে গিয়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। এরপর সেখানে এক ঘন্টা অবস্থান করেন তারা।

এম পি

শেয়ার