Top
সর্বশেষ
ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে যৌথ অর্থনীতি গড়ে তোলার আহ্বান প্রধান উপদেষ্টার বাড়লো স্মারক স্বর্ণ ও রৌপ্যমুদ্রার দাম রেমিট্যান্স জোয়ারে ১৫ দিনে এলো ১৩১ কোটি ডলার ৭৮১ কোটি টাকার অবৈধ সম্পদ, নাসা গ্রুপের নজরুলের বিরুদ্ধে দুদকের মামলা বিএনপির মূল লক্ষ্য দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা: তারেক রহমান আগে জাতীয় পরে স্থানীয় নির্বাচনের কথা বলেছি: মির্জা ফখরুল অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার আরও ৪৭৭ মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীরাই আগে স্থানীয় নির্বাচন চাচ্ছে: দুদু দশ হাজার কর্মী ছাঁটাই করলেন ট্রাম্প ও মাস্ক ঐকমত্য কমিশনের প্রথম বৈঠকে থাকছেন নাগরিক কমিটির ৪ নেতা

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষকদের উদ্বেগ

৩১ জুলাই, ২০২৪ ৮:১১ অপরাহ্ণ
কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষকদের উদ্বেগ
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :

শিক্ষার্থীসহ সাধারণ মানুষদের হত্যা, নির্বিচারে গ্রেফতার এবং ছাত্র ও সাধারণ মানুষকে হয়রানির ঘটনায় উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষকরা।

বুধবার (৩১ জু্লাই ) ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান রায়হানা আক্তার স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ‘আমরা, ময়মনসিংহের ত্রিশালস্থ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষকবৃন্দ, সম্প্রতি সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনের পর সারা দেশে শিক্ষার্থী ও অন্যান্যদের মূল্যবান জীবনের অপূরণীয় ক্ষতি, নির্বিচারে গ্রেফতার, ছাত্র ও সাধারণ মানুষকে হয়রানির ঘটনায় অত্যন্ত উদ্বিগ্ন।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, ‘আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আন্দোলনের সমন্বয়কদের বেআইনিভাবে আটক না করে পরিস্থিতি সামাল দিতে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানাই। আমরা শিক্ষার্থীদের ন্যায্য দাবিকে সমর্থন করি। আশা করি যত তাড়াতাড়ি সম্ভব সংলাপের মাধ্যমে একটি যুক্তিসংগত সমাধান করা হবে।’

প্রসঙ্গত উল্লেখ্য কোটা বিরোধী আন্দোলন থামাতে তাৎক্ষণিকভাবে কোটা সংস্কার হলো। কিন্তু কী হবে, যে সব শিক্ষার্থীকে নির্বিচার হত্যা করা হলো? ওদিকে শিক্ষার্থীদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে, নির্যাতন করা হচ্ছে। সম্পদ ধ্বংসের জন্য হাজার হাজার মানুষকে প্রমাণ ছাড়াই শুধু সন্দেহের ভিত্তিতে আটক করা হচ্ছে। এই অরাজকতার ফল ভালো হতে পারে না।

এতগুলো তরতাজা মৃত্যুর স্মৃতি এত সহজে মানুষের মন থেকে যাবে না। তাকে ছাপিয়ে ওঠা সম্ভব নয়।

এসকে

শেয়ার