Top
সর্বশেষ
ব্যাংকসহ তিন খাত সংস্কারে সহায়তা করবে বিশ্বব্যাংক ও আইএফসি এস আলম গ্রুপের সব সম্পদের তালিকা চেয়েছে হাইকোর্ট আত্মসমর্পণ করে কারাগারে গেলেন মাহমুদুর রহমান কুষ্টিয়ায় মাক্রোবাসের ধাক্কায় ৪ শিক্ষার্থীর প্রাণহানি ভারী বর্ষণে ডুমুরিয়ায় মৎস্য খাতে ক্ষতি ৬০ কোটি টাকার উর্ধ্বে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার দাবি ইসরাইলের কাশ্মীর ইস্যুতে কঠোর হুঁশিয়ারি শাহবাজের, পাল্টা সতর্কতা ভারতের সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, বন্ধ ১৬ কারখানা  দিনাজপুরে জাল চুরির অভিযোগে একজনকে পিটিয়ে হত্যা চাল রপ্তানিতে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা ভারতের

সুপারিশ অনুযায়ী তথ্য অধিকার কমিশন পুনর্গঠন করতে হবে: ড. ইফতেখারুজ্জামান

২৯ সেপ্টেম্বর, ২০২৪ ১:৪৮ অপরাহ্ণ
সুপারিশ অনুযায়ী তথ্য অধিকার কমিশন পুনর্গঠন করতে হবে: ড. ইফতেখারুজ্জামান

তথ্য অধিকার নিশ্চিতে সুপারিশ অনুযায়ী তথ্য অধিকার কমিশন পুনর্গঠন করতে হবে বলে জানিয়েছেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। নাগরিক সমাজের সুপারিশ অনুযায়ী তথ্য অধিকার আইন সংস্কারের কথাও বলেন তিনি।

রোববার (২৯ সেপ্টেম্বর) তথ্য অধিকার দিবস উপলক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন ড. ইফতেখারুজ্জামান।

তিনি বলেন, সরকারের জবাবদিহিতা নিশ্চিতে তথ্য অধিকারের বিষয়ে মানুষকে সচেতন করে তুলতে হবে। কিছু ব্যক্তির পরিবর্তন হলেও সার্বিক সিস্টেমের পরিবর্তন হয়নি বলেও মন্তব্য করেন টিআইবির নির্বাহী পরিচালক।

অধিকার আদায়ের সংগঠনগুলো আবারও আক্রান্ত হতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি। বলেন, দেশ এক কর্তৃত্ববাদ থেকে আরেক কর্তৃত্ববাদের অধীনে যাচ্ছে কিনা তা নিয়েও আশঙ্কা রয়েছে।

এম জি

শেয়ার