Top
সর্বশেষ

ইইউতে গম ‍উৎপাদন ৯ শতাংশ কমার পূর্বাভাস

৩০ সেপ্টেম্বর, ২০২৪ ১২:২৩ অপরাহ্ণ
ইইউতে গম ‍উৎপাদন ৯ শতাংশ কমার পূর্বাভাস

ইউরোপিয়ান কমিশন (ইসি) ইউরোপীয় ইউনিয়নভু্ক্ত (ইইউ) দেশগুলোয় গম উৎপাদনের পূর্বাভাস সংশোধন করেছে। বিজনেস রেকর্ডারের খবরে বলা হয়েছে, গত শুক্রবার ইসির সংশোধিত পূর্বাভাসে বলা হয়েছে, ২০২৪-২৫ মৌসুমে অঞ্চলটির গম উৎপাদন ১২ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যেতে পারে। ইইউর প্রতিকূল আবহাওয়া উৎপাদন কমে যাওয়ার পেছনে প্রধান ভূমিকা পালন করবে।

এ ব্যাপারে ইসির পূর্বাভাসে বলা হয়েছে, ২০২৪-২৫ মৌসুমে সাধারণভাবে ব্যবহার্য বা সফট গম উৎপাদন ১১ কোটি ৪৬ লাখ টনে নেমে যেতে পারে। এটি গত বছরের তুলনায় ৯ শতাংশ কম এবং ২০১২-১৩ মৌসুমের পর সর্বনিম্ন। এর আগে গত মাসে ১১ কোটি ৬১ লাখ টন উৎপাদনের পূর্বাভাস দিয়েছিল সংস্থাটি।

সম্প্রতি ইইউর প্রধান দানাদার খাদ্যপণ্যগুলো উৎপাদনের পূর্বাভাস কমিয়েছে ইসি। ব্লকের দুই বৃহত্তম গম উৎপাদনকারী দেশ ফ্রান্স ও জার্মানিতে টানা ভারি বৃষ্টির কারণে গমের ফলন ব্যাপক ক্ষতির মুখে পড়ে। ফ্রান্সে ৪০ বছরের মধ্যে সবচেয়ে কম গম উৎপাদন হয়েছে। এছাড়া জার্মানিতেও উৎপাদন ব্যাপক হারে কমে গেছে। ফলে ইইউর মোট গম আহরণ উল্লেখযোগ্য পরিমাণে কমে গেছে।

মাসিক সরবরাহ ও চাহিদার তথ্যানুযায়ী, ইসি ২০২৪-২৫ মৌসুমে সফট গম আমদানির প্রক্ষেপণ ১০ লাখ টন থেকে বাড়িয়ে ৭০ লাখ টনে উন্নীত করেছে। তবে এ মৌসুমে সফট গম রফতানির পূর্বাভাস ২৬ মিলিয়ন টনে অপরিবর্তিত রাখা হয়েছে।

এদিকে ২০২৪-২৫ মৌসুমে ইইউতে ভুট্টা উৎপাদনের পূর্বাভাসও কমানো হয়েছে। সংশোধিত পূর্বাভাস অনুসারে, এ মৌসুমে ৬ কোটি ১ লাখ টন ভুট্টা উৎপাদন হতে পারে, যা গত মৌসুমের তুলনায় ৪ শতাংশ কম। এর আগে ৬ কোটি ১৬ লাখ টনের পূর্বাভাস দেয়া হয়েছিল।

এছাড়া ইসি ইইউতে রেপসিড (এক ধরনের তেলবীজ) উৎপাদনের পূর্বাভাস কমিয়ে ১ কোটি ৭২ লাখ টনে নামিয়ে এনেছে, যা গত বছরের তুলনায় প্রায় ১৩ শতাংশ কম। এর আগে ১ কোটি ৮০ লাখ টন উৎপাদনের পূর্বাভাস দেয়া হয়েছিল।

এনজে

শেয়ার