Top

গাজীপুরে পোশাক কারখানায় ভাংচুর চেষ্টার অভিযোগে আটক ৮

৩০ সেপ্টেম্বর, ২০২৪ ৭:৩৯ অপরাহ্ণ
গাজীপুরে পোশাক কারখানায় ভাংচুর চেষ্টার অভিযোগে আটক ৮
গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরের কোনাবাড়ীতে পোশাক কারখানায় ভাংচুর চেষ্টার অভিযোগে ৮ জনকে আটক করেছে যৌথ বাহিনী। সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে কোনাবাড়ী থানার আমবাগ পি এন কম্পোজিট লিমিটেড পোশাক কারখানার সামনে থেকে তাদেরকে আটক করা হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) তাইম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

আটকৃতরা হলেন, সজিব (২২), আলা উদ্দিন (২০), মঞ্জু (৩১), স¤্রাট (২২), মোশাররফ হোসেন (২০), শাকিল (২৩), হৃদয় মন্ডল (২২) এবং মোয়াজ্জেম আলী (১৯)। যৌথ বাহিনী তাদেরকে কোনাবাড়ী থানায় হস্তান্তর করেছে।

পুলিশ জানায় সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে এম এম নীটওয়্যার লিমিটেড কারখানার শ্রমিকরা টিফিন বিল, নাইট বিল এবং হাজিরা বোনাস বৃদ্ধির দাবিতে কোনাবাড়ী আমবাগ সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। বিক্ষোভকারীরা আমবাগ এলাকার পিএন কম্পোজিট লিমিটেড কারখানার প্রধান ফটক ও গøাস ভাংচুর করে। খবর পেয়ে শিল্প পুলিশ, র‌্যাব, বিজিবি, সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌছে শ্রমিকদের বুঝিয়ে শান্ত করে। এসময় উশৃঙ্খল ও ভাংচুরে জড়িত থাকার অভিযোগ ৮ জনকে আটক করা হয়।

এম এম নীটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপক (মানব সম্পদ ও প্রশাসন) মনোয়ার হোসেন বলেন, বিজিএমই নির্দেশনা অনুয়ারী শ্রমিকদের দাবি-দাওয়া কারখানা কর্তৃপক্ষ মেনে নিয়েছে। তারপরও অযৌক্তিক দাবী জানিয়ে আন্দোলন করছে।

পিএন কম্পোজিট লিমিটেড কারখানার ব্যবস্থাপক (মানব সম্পদ ও প্রশাসন) খালেকুজ্জামান বলেন, আমারা শ্রমিকদের আগেই ছুটি দিয়ে দিয়েছি। পাশের একটি কারখানার শ্রমিকেরা এসে আমাদের কারখানায় ভাংচুর চালায়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) তাইম উদ্দিন জানান, আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এম জি

শেয়ার