শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
সোমবার (৩০শে সেপ্টেম্বর) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।
সভায় সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দায়িত্বে থাকা ড. ছিদ্দিকুর রহমান আশ্রাফী, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের শিক্ষক-কর্মকর্তাগণ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়কসহ সহস্রাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এসময় শিক্ষার্থীরা ভিসির নিকট শিক্ষা সংস্কারসহ ক্যাম্পাসের বিভিন্ন সমস্যা নিয়ে বিভিন্ন দাবি তুলে ধরেন।
মতবিনিময় সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের পক্ষ থেকে একাডেমিক ও প্রশসানকি সংস্কারের ৪৬টি সুনিদ্দিষ্ট প্রস্তাবনা পেশ করা হয়। প্রস্তাবনাগুলো তুলে ধরেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবির সমন্বয়ক এস এম সুইট। তিনি তাঁর বক্তব্যে বলেন অবিলম্বে এ সংস্কার প্রস্তাব বাস্তবায়নে কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানান।
শিক্ষার্থীদের উত্থাপিত দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো-পূর্ণ আবাসিক না হওয়া পর্যন্ত নতুন কোন বিভাগ না খোলা, সব বিভাগের রেজাল্ট ওয়েবসাইটে প্রকাশ করা, মেধার ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ দেওয়া, হলের গেস্টরুম এবং র্যাগিং বন্ধ করা, মেডিকেলের সেবার মান নিশ্চিত করা, শিক্ষার্থীদের মতামত নিয়ে শিক্ষকদের রেটিং করা, সেশনজট কমানো, হলের আবাসিকতা নিশ্চিত করা, কেন্দ্রীয় লাইব্রেরিতে বই নিয়ে চাকরির পড়াশোনার সুযোগ দেওয়া, বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মসজিদের সাউন্ড সিস্টেম ঠিক করা, প্রত্যেক বিভাগ আধুনিক শিক্ষার সাথে সমন্বয় করে সিলেবাস প্রণয়ন করা, যেসব বিভাগে শিক্ষক সংকট রয়েছে সেসব বিভাগে দ্রুত সময়ের মধ্যে যোগ্য শিক্ষক নিয়োগ দেওয়া, আল কুরআন রির্চাস সেন্টার খোলা, সেশনজটমুক্ত ক্যাম্পাস গড়ে তোলা এবং ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করার দাবি জানানো হয়।
উপাচার্য ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, শিক্ষার্থীদের প্রত্যোকটা দাবি যৌক্তিক। দাবিগুলো আমার কাজকে সহজ করে দিয়েছে। আমি সবসময় বিষয়গুলো নিয়ে ভাববো। তবে আমার কাজ হবে পর্যায়ক্রমিক এবং সুচিন্তিত প্রক্রিয়ায়। তাড়াহুড়ো করে করা কোনো কাজ ভালো হয় না।
উপাচার্য আরও বলেন, আমারা মূল কাজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সংস্কার ও গবেষণা কাজকে তরান্বিত করা।আমার কাজ হবে আইন অনুসারে। সবাইকে সমানভাবে দেখা হবে। আমার কাজ উন্নয়ন করা। আমরা একটি অংশগ্রহণমূলক শিক্ষাঙ্গন চাই৷ আমরা এখন নতুন বাংলাদেশে দাড়িয়ে কথা বলছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের রক্তের বিনিময়ে আমরা এ নতুন বাংলাদেশ পেয়েছি। বাংলাদেশ আর পিছনে ফিরে যাবে না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফিলোসোফিকে সামনে রেখে সকলের অংশগ্রহণে গঠিত হবে সাম্য, মৈত্রী ও বন্ধনের বাংলাদেশ। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দুর্নীতিমুক্ত সুন্দর অঙ্গনে পরিণত হবে সেটাই প্রত্যাশা করেন তিনি
সভা শেষে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের খতিব মোঃ আশরাফ।
এম জি