গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা সদর উপজেলায় সোলেমান আলী (৫০) নামের এক যুবককে হত্যার জেরে বাড়িঘরে ভাঙচুর,লুটপাট ও হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।ভুক্তভোগীরা ১ সেপ্টেম্বর উপজেলার সদর থানায় এ বিষয়ে একটি লিখিত অভিযোগ করেছেন।হুমকিতে এলাকা ছাড়া আসামিপক্ষের লোকজন।আতঙ্কে দিন কাটছে বাড়ির নারীদের। দিবালোকে ১৪টি ঘরে ভাঙচুর এবং প্রায় কোটি টাকার মালামাল লুট করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গাইবান্ধার সদর উপজেলার মোলারচর ইউনিয়নের চিতুলিয়া (হাতিয়ামরা) গ্রামে ছাগলের ক্ষেত খাওয়া নিয়ে গত ১১জুলাই বিকালের দিকে হত্যাকাণ্ডের শিকার হন একই গ্রামের মৃত কদম আলীর ছেলে সোলেমান আলী।এ ঘটনায় নিহত সোলেমানের ছোট ভাই রিয়াজুল ইসলাম দুলাল বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা করে আরও সাত-আটজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। ঘটনার পরে দিন গাইবান্ধা জেলা হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থায় তিনজনকে গ্রেফতার করে পুলিশ।গ্রেফতারকৃতরা হলেন মো লাবলু মিয়া (২৮), মফিজল (৪৫), জাকিরুল ইসলামক (৪৫)। এর মধ্য থেকে জাকিরুল ইসলাম জামিনে মুক্তি পেলেও মো লাবলু মিয়া ও মফিজল এখনো জেলে রয়েছেন।
সোলেমান হত্যা মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. মোবারক বলেন, সোলেমান আলী হত্যা মামলায় এখন পর্যন্ত পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। এর মধ্য দুইজন কারাগারে আছেন। আসামিপক্ষের লোকজনের দাবি, সোলেমান হত্যাকা-ের ঘটনায় অনেক নিরীহ মানুষকে আসামি করা হয়েছে। সোলেমানে ভাই ও আত্নীয় স্বজনদের নেতৃত্বে দফায় দফায় আসামিপক্ষের ঘরবাড়ি ভাঙচুর ও মালামাল লুটপাট করা হয়েছে। আসামিপক্ষের লোকজন ভয়ে বাড়িতে থাকতে পারছেন না। হত্যাকাণ্ডের পরদিন রাতে প্রথম দফায় ৬টি এবং এক সপ্তাহ পরে দ্বিতীয় দফায় আসামিপক্ষের আরও ৮টি বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। সর্বশেষ ১৫ অগাষ্ট তৃতীয় দফায় আসামিপক্ষের দুটি বাড়ি থেকে সাতটি স্যালো মেশিন, একটি সেচ মোটর ও চারটি মহিষ, ২০টি গরু, কমপক্ষে দুইশো মন ধান, তিনশো মন ভুট্টাসহ ঘরের আসবাবপত্র লুট করে নিয়ে যাওয়া হয়েছে। ঘরবাড়ির জিনিসপত্র ভাঙচুর করা হয়েছে। তাঁদের প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এসব ঘটনায় গাইবান্ধা সদর থানায় বাদী ভুক্তভোগী মো. জাকিরুল ইসলাম লিখিত অভিযোগ করেছেন। জাকিরুল ইসলাম বলেন, প্রতিপক্ষ হত্যাকাণ্ডের জেরে তাঁর ঘরে ক্ষতিসাধন করা হয়েছে। তাঁর ঘর একটি মোটর, চারটি গরু,একটি শ্যালো মেশিনসহ ঘরের আসবাবপত্র নিয়ে গেছে। তাঁর ২০ থেকে ২২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
চিতুলিয়া গ্রামের গৃহবধূ মোছা. বাছিনা বেগম বলেন, ‘সোলেমান আলী মার্ডারের পরে তাঁর ভাইয়ের নেতৃত্বে আমাগের ঘরবাড়ি ভাঙচুর হয়েছে, ঘরের সোনাদানা, তিনটা মহিষসহ ঘরের যাবত জিনিস নিয়ে গেছে। এখনো হুমকি দেচ্ছে, আমরা আতঙ্কে আছি, বাড়িঘরে থাকতে পারতেছি না।’ দুরে আত্নীয় বাড়িতে থাকছি।এসব অভিযোগ অস্বীকার করে রিয়াজুল ইসলাম দুলাল বলেন, ‘এসব ভুয়া কথা। আমি তাদের বাড়ি থেকে কোন কিছু নিয়ে যায়নি। তৃতীয় পক্ষ তাদের বাড়ি ঘর লুট করে নিয়ে গেছে।
ভাঙচুর, লুটপাট ও হুমকির বিষয়ে দুলাল বলেন, ‘শুরুতে আশপাশের লোকজন এসব করছিল। আমি এসবের পক্ষে না। আমি কাউকে এসব করতে দিইনি।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা বলেন, বাড়ি,ঘর লুট করার বিষয়ে এক ব্যক্তি থানায় অভিযোগ করছে। বিষয়টি সরেজমিনে গিয়ে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
এনজে