স্টাফ রিপোর্টার, পাবনা: পাবনার শহীদ ফজলুল হক পৌর উচ্চ বিদ্যালয়ের চলমান কাজ বন্ধ করে দেওয়ার সঙ্গে বিএনপি নেতাদের নাম জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
বুধবার (০২ অক্টোবর ) দুপুরে বিদ্যালয় সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ জানান, শেখ হাসিনা সরকার পরিবর্তনের পর দিন কাজের ঠিকাদার জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ- সভাপতি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাবনায় দুই শিক্ষার্থী হত্যা মামলার অন্যতম আসামি আব্দুল আজিজ পালিয়ে গেলে কাজটি সম্পূর্ণ করা নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। এই অবস্থায় অজ্ঞাত কতিপয় কিছু ব্যক্তি এসে চলমান উন্নয়ন কাজ বন্ধ রাখতে বলে।
এই কাজ বন্ধের সঙ্গে কোন রাজনৈতিক নেতৃবৃন্দ সম্পৃক্ততা নেই। তবে এলাকায় আওয়ামী লীগ সমর্থিতরা গুজব ছড়ায় যে জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তসলিম হাসান খান সুইটের নেতৃত্বে বন্ধ করে দিয়েছে যা সঠিক নয়। বর্তমানে বিদ্যালয়ের উন্নয়নের কাজটি চলমান রয়েছে। এসময় সংবাদ সম্মেলনে স্কুলের শিক্ষক ও সাংবাদিক উপস্থিত ছিলেন।
এনজে