Top

সরিষাবাড়ীতে খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু

০২ অক্টোবর, ২০২৪ ৭:৫৫ অপরাহ্ণ
সরিষাবাড়ীতে খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু
জামালপুর প্রতিনিধি :

জামালপুরের সরিষাবাড়ীতে খাদ্য অধিদপ্তর কতৃক পরিচালিত খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু হয়েছে।

বুধবার (২ অক্টোবর) সকালে পোগলদিঘা ইউনিয়নের চর-পোগলদিঘা গ্রামের সাইফুল ইসলাম ডিলারের ঘর থেকে এই চাল বিক্রির উদ্ভোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সভাপতি মামুন অর রশিদ ফকির, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রঞ্জু, সাংগঠনিক সম্পাদক আহাম্মদ আলী সরকার, সেচ্ছাসেবক দলের সভাপতি লিটন তালুকদার প্রমুখ।

জানা যায়, সরিষাবাড়ী খাদ্য গুদাম থেকে প্রতিটি কার্ডধারীর জন্য ৩০ কেজি চালের বস্তা দেওয়া হয়। বুধবার চাল বিক্রির উদ্ভোধন করে সপ্তাহে ৩ দিন সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত চাল বিক্রি করা হবে। ৫১৮ জন উপকারভোগী ১৫ টাকা কেজি দরে মাসে ৩০ কেজি করে চাল কিনতে পারবেন।

এম জি

শেয়ার