Top

লক্ষ্মীপুরে ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

০২ অক্টোবর, ২০২৪ ৮:১১ অপরাহ্ণ
লক্ষ্মীপুরে ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ
লক্ষ্মীপুর প্রতিনিধি :

লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক বিকাশের লক্ষ্যে লক্ষ্মীপুরে ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (২অক্টোবর) বিকালে সদর উপজেলা পরিষদ হলরুমে শিক্ষকদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়।

সদর উপজেলা পরিষদ সূত্রে জানায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান উপজেলার ৫০ টি প্রাথমিক বিদ্যালয়ে খেলাধুলার সামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহণ করেন। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার পৌরসভার ৮ প্রাথমিক বিদ্যালয়ে খেলাধুলার সামগ্রী বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান। বুধবার বাকি প্রতিষ্ঠানগুলোর জন্য প্রতিষ্ঠানের শিক্ষকদের নিকট ক্রীড়া সামগ্রী হস্তান্তর করেন।

বিতরণ করা ক্রীড়া সামগ্রীর মধ্যে রয়েছে ফুটবল, ভলিবল, ক্রিকেট ব্যাট, ক্রিকেট বল, ব্যাডমিন্টন, কেরামবোর্ড, দাবাসহ অন্যান্য ক্রীড়া সামগ্রী।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমানের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সালেহ উদ্দিন, সহকারি উপজেলা শিক্ষা অফিসার মোঃ শহিদুল ইসলাম।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান বলেন, শুধু পড়াশোনা করে জ্ঞান অর্জন করলে হবে না। পড়াশোনার পাশাপাশি আমাদের শিশুদেরকে খেলাধুলার জন্যও সুযোগ করে দিতে হবে। তাদের অবসর সময়টুকু কাটতে হবে খেলাধুলায়। তাহলে তারা বড় হবে জ্ঞান ও মানুসিক বিকাশের সমন্বয়ে। তাই তাদেরকে খেলাধুলায় সুযোগ করে দিতে প্রাথমিক বিদ্যালয় গুলোতে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছি।

এম জি

শেয়ার