Top

মোংলায় সহযোগী জেলে উদ্ধারে কুমিরের সঙ্গে লড়াই

০৮ অক্টোবর, ২০২৪ ৯:৪২ পূর্বাহ্ণ
মোংলায় সহযোগী জেলে উদ্ধারে কুমিরের সঙ্গে লড়াই

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি: সহযোগী এক জেলেকে টেনে নিয়ে যাচ্ছে কুমির। এই দৃশ্য দেখে যেখানে আতঙ্কে ছুটে পালানোর কথা, সেখানে কুমিরের সঙ্গে লড়াই করে তাকে ফিরিয়ে আনলো তিন সহযোগী জেলে।

সোমবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় মোংলা উপজেলার চিলা ইউনিয়নের জয়মনি ঠোটা এলাকার মোস্তফা জোমাদ্দারের ছেলে জেলে মো: সাইফুল জোমাদ্দার (২৮) সুন্দরবনে কাকড়া ধরতে গিয়ে কুমিরের আক্রমণের শিকার হন।

স্থানীয় সুমন হাওলাদার জানান, কাঁকড়া ধরার জন্য পাস নিয়ে পূর্ব সুন্দরবনের চাদপাই রেঞ্জের মরা পশুর নদী সংলগ্ন গেলে বাইনতলা খালে কুমিরের আক্রমণের শিকার হয় সাইফুল। কাকড়াঁ ধরে নৌকায় ওঠার সময় সাইফুলকে কুমির আক্রমণ করলে তার সাথে থাকা অপর তিন সহযোগী জেলে লড়াই করে সাইফুলকে কুমিরের মুখ থেকে উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

আহত সাইফুল জোমাদ্দারের অবস্থা আশংকাজনক হওয়ায় মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

এনজে

শেয়ার