ফেনী প্রতিনিধি: ফেনীতে বন্যর্তদের সাহায্যে এগিয়ে আসায় এক ওমান প্রবাসীর উপর হামলা চালিয়েছে বিএনপি নামধারী দূর্বৃত্তরা।এঘটনায় চিকিৎসাধীন অবস্থায় শাহাদাত হোসেন (৪০) নামের ওই প্রবাসীর মা মনোয়ারা বেগম বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে আরও ৬/৭ জনকে অজ্ঞাত আসামী করে মামলা দায়ের করেছেন। তবে অপরাধীদের গ্রেপ্তার করছেনা পুলিশ।
মঙ্গলবার (০৮ অক্টোবর) দুপুরের দিকে হাসপাতাল থেকে ফিরে জেলার গণমাধ্যমকর্মীদের নিকট এ অভিযোগ করে গুরুতর আহত ওই প্রবাসী জানান, আসমিরা এখনও এলাকায় প্রকাশ্যে ঘোরাফেরা করে আমাকে হত্যার হুমকি দিচ্ছে। ‘বর্তমানে আমি এবং আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি’।
হামলাকারীদের গ্রেপ্তার না করায় আতঙ্কে দিনাতিপাত করছেন দাবি করে শাহাদাত হোসেন আরও বলেন, ‘আমি দীর্ঘ ২০ বছর প্রবাসে থেকে ফেনীর বিভিন্ন সংগঠনের মাধ্যমে দেশের মাটি ও মানুষের জন্য কাজ করে যাচ্ছি। সম্প্রতি ফেনীতে ভয়াবহ বন্যায় মানবিক বিপর্যয় শুরু হলে আমি দেশে এসে পানি, খাবার ও ঔষধপত্র নিয়ে সাধারণ মানুষের পাশে দাড়াই। এতে করে স্থানীয় কিছু লোক আমার প্রতিপক্ষ হয়ে দাঁড়ায়।
এছাড়া নিজেকে ওমানস্থ সালালা বিএনপির সাধারণ সম্পাদক ও ফেনী জেলা স্বেচ্ছাসেবক দলের সহ পরিবেশ বিষয়ক সম্পাদক দাবি তিনি বলেন,গত ২৫ সেপ্টেম্বর ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক রফিকুল আলম মজনুর অনুষ্ঠানে যোগ দিতে এ প্রবাসী জেলার ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের অনুষ্ঠান স্থলে যাওয়ার পথে স্থানীয় জঙ্গল মিয়া এলাকায় তাঁর পথ আঁটকায় ওই দূর্বৃত্তরা।
এক পর্যায়ে ছাগলনাইয়া উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক কপিল সরকারের ভাই মামুন সরকার ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরান হোসেন তাঁকে মোটরসাইকেল থেকে জোরপূর্বক একটি সিএনজিতে তুলে কপিল সরকারের বাড়ির পাশে নিয়ে যায়। সেখানে তারা দু’জনসহ আরও কয়েকজন মিলে শাহাদাতকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করা হয়।
এ ঘটনায় তাঁর মা মনোয়ারা বেগম বাদী হয়ে ২৭ সেপ্টেম্বর মামুন, ইমরানসহ ৯ জনের নাম উল্লেখ করে আরো ৬/৭ জনকে অজ্ঞাত আসামী করে ছাগলাইয়া থানায় একটি মামলা দায়ের করেন।
প্রবাসী শাহাদাত ও তাঁর স্ত্রী ওমানস্থ একটি বাংলাদেশীয় মাদ্রাসার শিক্ষিকা নার্গিস সুলতানা বলেন পুলিশ এখনও পর্যন্ত কোন আসামিকে গ্রেফতার করেনি। আসমিরা প্রকাশ্যে এলাকায় ঘোরাফেরা করে তাঁকে হত্যার হুমকি দিচ্ছে। এতে করে বর্তমানে পরিবার পরিজন নিয়ে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ বিষয়ে ফেনীর পুলিশ প্রশাসন সহ বিএনপি নেতার রফিকুল আলম মজনুর হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী প্রবাসী শাহাদাত হোসেন।
এসময় আরও উপস্থিত ছিলেন তাঁর বন্ধু রাকিবুল হকসহ পরিবারের সদস্যরা।
এব্যাপারে জানতে চাইলে ছাগলনাইয়া থানার ওসি নজরুল ইসলাম বলেন,এঘটনায় নিয়মিত মামলা হয়েছে। আসামিরা এলাকায় থাকে না। একারণে পুলিশ তাদের গ্রেপ্তার করতে পারছে না।
এনজে