Top

ত্রাণ কার্যক্রমে অনিয়মের প্রতিবাদ করায় হামলার শিকার যুবক

০৯ অক্টোবর, ২০২৪ ৪:১৫ অপরাহ্ণ
ত্রাণ কার্যক্রমে অনিয়মের প্রতিবাদ করায় হামলার শিকার যুবক
লক্ষ্মীপুর প্রতিনিধি :

বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারদের জন্য সরকারি বরাদ্দকৃত ত্রান তহবিল বিতরনে স্বেচ্ছাচারিতা, তালিকা বিহীন নাম এবং অনিয়মের প্রতিবাদ করায় লক্ষ্মীপুরের রামগঞ্জে জহির নামের এক যুবকের উপর হামলা ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে উপজেলার ৪নং ইছাপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ হামলার ঘটনা ঘটে।

জহির ইছাপুর ইউনিয়নের শিবপুর গ্রামের হারুনুর রশিদের ছেলে ও বৈষম্য বিরোধী আন্দোলনে আওয়ামী এর হাতে গুলি হয়ে আহত। হামলায় জড়িত বিএনপি নেতা আবদুল কাদের ও আবদুল শুকুর একই ইউনিয়নের সোন্দড়া গ্রামের বাসিন্দা।

প্রতক্ষ্যদর্শীরা জানান, বিএনপি নেতা আবদুল কাদের ও আবদুল শুকুর স্বজনপ্রীতি ও তালিকা বিহীন লোকজনদের সরকারী ত্রান দিচ্ছিল । এতে জহির প্রতিবাদ করায় তার উপর হামলা করে। গত এক মাস আগে বন্যায় প্রকৃত ক্ষতিগ্রস্থ পরিবারের নামের তালিকা করা হয়।

আহত জহির বলেন, সরকারী ত্রান তহবিলের শুরুতে আমরা স্থানীয়দের নিয়ে প্রকৃত বন্যা ক্ষতিগ্রস্ত তালিকা করে স্থানীয় প্রশাসনের কাছে দেই। কিন্তু আবদুল কাদের ও আবদুল শুকুর প্রকৃত ক্ষতিগ্রস্তদের নামের তালিকা অনুযায়ী বিতরন না করে, নিজেদের ইচ্ছামত বিতরন করে। এ সময় আমি তাদের বাধা দিলে তারা আমার উপর হামলা করে।

আমি বৈষম্য বিরোধী আন্দোলনে আওয়ামী এর হাতে গুলিবৃদ্ধ হয়েছি। আমার পায়ে এখনো একটা বুলেট রয়ে গেছে। আমরা ত্যাগ স্বীকার করেছি তাই অনিয়ম করতে দিতে পারি না।

অভিযোগে বিষয়ে অভিযুক্ত কাদের মুঠোফোনে একাধিকবার ফোন করেও তাকে পাওয়া যায়নি।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার বলেন, আমরা এবিষয়ে কোন অভিযোগ পাই নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এম জি

শেয়ার