Top

ফেনীতে পুষ্টি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

১২ অক্টোবর, ২০২৪ ৫:৫৭ অপরাহ্ণ
ফেনীতে পুষ্টি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
জেলা প্রতিনিধি :

ফেনীতে পুষ্টি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ অক্টোবর) শহরের বেস্ট ইন রেস্টুরেন্টের হল রুমে আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. এ এস এম ওয়ালী উল্লাহ।

এতে প্রধান আলোচক ছিলেন ডায়েট ও পুষ্টি বিশেষজ্ঞ, পুষ্টিবিদ মো. এরশাদ খান সালমান। বিশেষ অতিথি ছিলেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তর ঢাকা’র পরিচালক (অর্থ) এনামুল হক, আল জামিয়াতুল ফালাইয়া কামিল মাদরাসা ফেনীর মুহাদ্দিস মুফতি আব্দুল হান্নান,দৈনিক সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন।

তানিয়া’স ডায়েট ফুড’র আয়োজনে ‘জানবো, মানবো, সুস্থ্য থাকবো’ এই শ্লোগান নিয়ে পুষ্টিকর খাদ্য বিষয়ক এ সেমিনারে চাঁদপুর উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির‌ সভাপতি মনিরা আক্তারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন তানিয়া’স ডায়েট ফুড’র স্বত্বাধিকারী ও চাঁদপুর উইমেন চেম্বারের ট্রেজারার জাহিন আক্তার।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন, চট্টগ্রাম এক্সচেঞ্জ প্লাটিনাম সিকিউরিটিজ লিমিটেডের পরিচালক আইভি আনোয়ার, মমতা’র নির্বাহী পরিচালক মোঃ. শাহরিয়ার, সোনাগাজী চর লক্ষীগঞ্জ ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মোঃ ইলিয়াস, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি একেএম আব্দুর রহিম ও আবু তাহের স্টারলাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন প্রমূখ।

বিএইচ

শেয়ার