Top
সর্বশেষ

অবৈধভাবে ভারতে যাওয়ার সময় সাতক্ষীরা সীমান্তে আটক ২

১২ অক্টোবর, ২০২৪ ৯:২৩ অপরাহ্ণ
অবৈধভাবে ভারতে যাওয়ার সময় সাতক্ষীরা সীমান্তে আটক ২
জেলা প্রতিনিধি :

সাতক্ষীরার কালিয়ানী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় দুই বাংলাদেশীকে নাগরিককে আটক করেছে বিজিবি। তবে, আটক দুই জনের বাড়ি বাংলাদেশে হলেও তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ভারতের জাতীয় পরিচয়পত্র।

শনিবার (১২ অক্টোবর) ভোর রাতে সদর উপজেলার কালিয়ানী সীমান্ত থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, কলারোয়া উপজেলার পশ্চিম খোরদো গ্রামের মৃত নরিম গাজীর ছেলে মোঃ আজিজুল গাজী (৪৫) ও তার স্ত্রী মোছাঃ শাহানারা খাতুন (৪২)।

বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আশরাফুল হক জানান, সাতক্ষীরার কালিয়ানী সীমান্ত দিয়ে দুই বাংলাদেশীকে ভারতে পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কালিয়ানি বিওপির নায়েব সুবেদার আবুল কালাম আজাদের নেতৃত্বে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালায়। এসময় সেখানে উক্ত দুই বাংলাদেশী নাগরিককে আটক করা হয়। তবে, এসময় বিজিবির উপস্থিতি বুঝতে পেরে পাচার চক্রটি পালিয়ে যাওয়ায় তাদের আটক করতে সক্ষম হননি বিজিবি। আটক দুই ব্যক্তির কাছ থেকে নগদ দেড় হাজার বাংলাদেশী টাকা, ভারতীয় দুই হাজার ৪৫০ রুপি, দুটি ভারতীয় এনআইডি কার্ড ও একটি ভারতীয় স্মার্টকার্ড উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে অবৈধভাবে ভারতে যাওার অভিযোগে মামলা দিয়ে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়া তাদের ভারতে পারাপারে সহায়তার অভিযোগে দুই দালালের বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছেত ছিলেন।

বিএইচ

শেয়ার