কুষ্টিয়া: কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের একটি গ্রামের নাম পাহাড়পুর। ইউনিয়নের বাঁধবাজার থেকে পাশের সদর উপজেলার কমলাপুর কাঁচা-পাকা সড়কের এক কিলোমিটার অংশে ও মরা কালীগঙ্গা নদীর পাড় ঘেঁষে গ্রামটির অবস্থান। আগে এই গ্রামের নাম ছিল কাশোডাঙা। তবে আশপাশের এলাকার তুলনায় উঁচু স্থানে অবস্থান হওয়ায় পরে নামকরণ করা হয় পাহাড়পুর। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হানাহানিতে এই গ্রাম এখন ধ্বংসের কিনারে।
চার বছরে এখানে খুন হয়েছেন চারজন। সর্বশেষ গত বছরেও আমিরুল ইসলাম নামের একজন খুন হয়েছেন। আমিরুল খুন হওয়ার পর এলাকায় আধিপত্য বিস্তারে জদ আলীর ছেলে লাল্টু এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে। সংঘাত, সহিংসতায় আহত হয়েছেন অর্ধশতাধিক। তবে এ নিয়ে প্রশাসন কিংবা রাজনৈতিক নেতৃত্বের কোনো মাথাব্যথা নেই।
সম্প্রতি লাল্টু গ্রুপের হামলায় ১০ জন আহত হয়েছে। এসময় মোটরসাইকেল ভাংচুর, বসতবাড়িতে হামলা, গবাদিপশুসহ বাড়ীঘরের মালামাল লুটপাটের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোষ্ঠীগত দ্বন্দ্ব এবং আধিপত্য বিস্তারে বিধ্বস্ত কুমারখালির পাহাড়পুর গ্রামের জনজীবন। এই এলাকার মন্ডল গ্রুপের আমিরুল ইসলাম মারা যাওয়ার পর লাল্টু নেতৃত্ব দিচ্ছেন। সজীব ও মোমিনসহ তাদের সাঙ্গপাঙ্গরা মিলে এলাকায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করেছে। মঙ্গলবার সন্ধ্যায় বাজারে একটি দোকান লিজ নেওয়াকে কেন্দ্র করে শালিসি বৈঠক হওয়ার কথা ছিল। এসব বিষয় নিয়ে বাঁধবাজার কমিটির নেতাদের সাথে কথা বলতে গেলে লাল্টুর নেতৃত্বে লাল্টু,সজিব, মমিন,মাসুদ, আমিরুল, সজল, মতিয়ার, আতিয়ার, এনামুল, নান্নু, ওসমান দেশিয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে বাঁধবাজার এলাকার তালেব বিশ্বাসের ছেলে রিয়াজ আলী (৪২), হাকিম বিশ্বাসের ছেলে রফিক বিশ্বাস (৪৩) একই এলাকার গফফারের ছেলে তারিকুল ইসলাম, নাজিম বিশ্বাসের রাজন, মৃত: সাজ্জাদ আলী শেখের ছেলে মুক্তার হোসেনসহ অন্তত আটজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
এদিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রফিক বিশ্বাসের সাথে কথা হলে তিনি বলেন, রাজমিস্ত্রীর কাজ শেষ করে বাড়ী ফিরছিলাম। এসময় বাজারের একটা লীজকৃত দোকান নিয়ে আজকে শালিসি বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু বৈঠকের আগেই লাল্টু তার দলবল নিয়ে হামলা চালিয়ে জখম করে। পরে লাল্টু তার লোকজন নিয়ে আমাদের ঘরবাড়িতে ভাঙচুর ও লুটপাট করে। আমরা এই ঘটনার সঠিক বিচার চাই।’
তুষার নামের স্থানীয় একজন বলেন, ‘লাল্টু এলাকায় প্রভাব বিস্তার করতে এই হামলা চালিয়েছে। আমরা এলাকায় শান্তি চাই। কোনো সংঘাত বা মারামারি চাই না।’ লাল্টুকে গ্রেফতার করলেই এলাকায় শান্তি ফিরে আসবে।
স্থানীয় সূত্র বলেছে, শেখ, মণ্ডল ও ব্যাপারি নামে তিন সমাজে বিভক্ত পাহাড়পুরের মানুষ। আধিপত্য বিস্তারে এখন শেখ ও মণ্ডল মিলে এক সমাজ হয়েছে। তাঁদের প্রতিপক্ষ ব্যাপারি সমাজ। শেখ ও মণ্ডল সমাজের নেতৃত্বে ছিলেন আমিরুল ইসলাম ও ভুট্টো নামের দুজন। ২০২২ সালের ২৩ জানুয়ারি প্রতিপক্ষের হামলায় আমিরুল গ্রুপের প্রধান আমিরুল ইসলাম নিহত হন। আর ব্যাপারি সমাজের নেতৃত্ব দেন সাদ ব্যাপারি ও ফিরোজ আহমেদ ওরফে কটা মেম্বর।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারে ২০১৭ সালে দুই পক্ষের সংঘর্ষে ব্যাপারি গ্রুপের আরিফের মেয়ে রুমি খুন হয়। রাজনৈতিক নেতাদের ছত্রচ্ছায়ায় প্রায় অর্ধকোটি টাকার বিনিময়ে স্থানীয়ভাবে নিষ্পত্তি হয় মামলাটি। ২০২০ সালের ৩১ মার্চ ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নেহেদ আলী ও বকুল আলী নামের দুই সহোদরকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষ। গত বছরের (২০২১সালের) ৩১ ডিসেম্বর সকালে নেহাদ ও বকুল হত্যা মামলার প্রধান আসামি ও নয়ন মণ্ডলের ছেলে খোকন মণ্ডলের ওপর হামলা চালায় বাদীপক্ষ। আমিরুল ইসলামকে গত (২৩ জানুয়ারি ২০২২) কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষ। তারপর থেকেই লাল্টু বাহিনীর প্রধান হিসেবে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে চলেছে এই লাল্টু।
কুমারখালী থানার ওসি নজরুল ইসলাম বলেন, ‘দুপক্ষের আধিপত্য বিস্তারে একের পর এক খুন হচ্ছে। রক্তাক্ত হচ্ছে পাহাড়পুর গ্রাম। উভয় পক্ষ ধ্বংস হচ্ছে।’ লাল্টুর বিরুদ্ধে বিস্তর অভিযোগ পেয়েছি। তাকে গ্রেফতারের জন্য আমরা অভিযান চালাচ্ছি।
এনজে