নিজস্ব প্রতিবেদক, খুলনা: অপরহণ ও চাঁদাবাজীর অভিযোগে গ্রেফতার হওয়া কথিত ৩ সমন্বয়কারীসহ ৫ জনকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। আজ বুধবার তাদেরকে আদালতে হাজির করা হলে আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
গ্রেফতারকৃতরা হলেন, সরদার মোন্তাজাবুর রহমান ওরফে জাবের (৫৫), তাহমিদ রহমান (২২), নাহিদ হাসান (২৪), এস এম শরিফ হোসেন (২৬) ও মোঃ ইমন হাওলাদার (২৩)।
সোনাডাঙ্গা মডেল থানার ওসি মোঃ শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাগেরহাট জেলার মৃত আব্দুল জব্বারে ছেলে শেখ অহিদুজ্জামান (৫২) চোখের রোগে ভুগছিলেন।
আসামী সরদার মোন্তাজাবুর রহমান ওরফে জাবের তখন জানায় যে খুলনাতে তার পরিচিত চিকিৎসক রয়েছে এবং সে আমাকে ডাক্তার দেখিয়ে দেবে। তার কথা অনুযায়ী গত ১৫ অক্টোবর খুলনার আদ্বদিন হাসপাতালে ডাক্তার দেখানোর পর চা খাওয়ার কথা বলে নগরীর শিববাড়ি মোড়ে নিয়ে আসে। সেখানে পৌঁছানোর পর অন্যান্য আসামীরা আমাকে মটর সাইকেল যোগে তেতুঁল তলা মোড়ে রোজগার্ডেন হোটেলের তৃতীয় তলায় নিয়ে আটক রেখে চাঁদা দাবি করে। আমি আসামীদেরকে টাকা দিতে অস্বীকার করলে তারা আমাকে এলোপাতাড়ি মারপিট করে এবং বিভিন্ন ধরণের ভয়ভীতি ও হুমকি প্রদান করে।
আমাকে উদ্ধারের জন্য মাজহারুল ইসলাম ও সাগর নামে দুই জন এগিয়ে আসলে তাদেরকেও মারপিট করে। পরে ৯৯৯ এ কল করলে সোনাডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে ৫ আসামী গ্রেফতার করে।
এই ঘটনায় থানায় মামলা দায়ের হয়। মামলার তদন্ত কর্মকর্তা সোনাডাঙ্গা থানার এসআই আল আমিন জানান, প্রয়োজন হলে আসামীদেরকে রিমান্ডে নেয়া হবে।
এনজে