চাঁদপুরের মতলব উত্তরে ছেলের হাতে বাবা খুন হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ফতেহপুর পূর্ব ইউনিয়নের উত্তর লুধুয়া (আমতলা) গ্রামে।
জানা যায়, উত্তর লুধুয়া (আমতলা) গ্রামের আব্দুস সোবহান প্রধান (৫৫) এর স্ত্রী প্রায় ৩ বছর আগে মৃত্যু বরণ করেন। তার পর তার দেখাশোনার দায়িত্ব নেওয়ার জন্য সে বিয়ে করতে চায়। কিন্তু তার ৩ ছেলে তাকে বিয়ে করতে দেয়নি। বরং তার সম্পত্তি ছেলেদের নামে রেজিষ্ট্রেশন করে দেওয়ার জন্য বার বাড চাপ দেয়। সম্পত্তি লিখে না দেওয়ার কারনে সন্তানরা তাকে কয়েকবার মারধরও করেছে।
১৬ অক্টোবর দুপুরে তার ছেলে (সৌদি আরব প্রবাসী) নোমান প্রধান বাবাকে সম্পত্তি লিখে দেওয়ায় কথা বললে, বাবা রাজি না হওয়ায় ছুরি দিয়ে আঘাত করলে আব্দুস সোবহান গুরতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মতলব স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডা. তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের আরেক ছেলে আবদুল হক জানান, বাবা সম্পত্তি লিখে না দেওয়ার করনে নোমান প্রধান ছুরি দিয়ে বাবাকে আঘাত করে হত্যা করেছে। আমি বাবার খুনির উপযুক্ত বিচার চাই।
এদিকে খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) মো.খায়রুল কবির, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রবিউল হক ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনার পর থেকে ঘাতক নোমান প্রধান পলাতক রয়েছে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নোমান প্রধানের স্ত্রী মীম আক্তারকে আটক করেন।
এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রবিউল হক বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করি। লাশের সুরুতহাল করে ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করা হয়েছে। একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে। ঘাতক নোমানকে আটকের জন্য চেষ্টা চলছে।
এম জি