Top
সর্বশেষ

বিভিন্ন আয়োজনে পালিত হলো পাবনা জেলার ১৯৬তম জন্মদিন

১৭ অক্টোবর, ২০২৪ ১২:৪৭ অপরাহ্ণ
বিভিন্ন আয়োজনে পালিত হলো পাবনা জেলার ১৯৬তম জন্মদিন

স্টাফ রিপোর্টার, পাবনা: বিভিন্ন  আয়োজনে পালিত হলো পাবনা জেলার ১৯৬তম জন্মদিন। বুধবার(১৬ অক্টোবর) বিকেলে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে প্রতিবছরের ন্যায় এবারো পাবনা জেলার জন্মদিন উদযাপন পালন করা হয়।

এই উপলক্ষ্যে জুলাই বিপ্লবে পাবনার শহীদদের স্মরণ করতে “ফ্যাসিবাদী গণহত্যা, দমন-পীড়ন ও নির্মম নির্যাতনের বিরুদ্ধে অদম্য ছাত্রজনতার বিপ্লব এবং নতুন বাংলাদেশের অভ্যুদয়”শীর্ষক কাগজে গ্রাফিতি অঙ্কন প্রতিযোগিতা ও “পাবনার উন্নয়ন ও আমাদের ভাবনা” শীর্ষক আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান, ফায়ার ওয়ার্ক ও ফায়ার ড্যান্স এর আয়োজন করা হয়েছে।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাড.শামসুর রহমান শিমুল বিশ্বাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. রফিকুল হাসান, হেডে ক্রিয়েটিভ গ্রুপের উপদেষ্টা ও পাবনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক উৎপল মির্জা, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক ইছামতির বার্তা সম্পাদক আঁখিনুর ইসলাম রেমন, বাস মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আবুল আহসান খান রেয়ন এবং ড্যাব জেলা শাখার সাধারণ সম্পাদক ডা: আহমেদ মোস্তফা নোমান।

অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন আজকের প্রজন্ম ফোরামের সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) পাবনা জেলা শাখার আহ্বায়ক সাংবাদিক খালেদ হোসেন পরাগ।

আলোচনা শেষে কেক কাটা,কাগজে গ্রাফিতি অঙ্কন প্রতিযোগিতা বিজয়ীদের পুরুষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

এনজে

শেয়ার