Top

কবি নজরুল কলেজে বহিরাগতদের প্রবেশ নিষেধ

২৯ নভেম্বর, ২০২৪ ৫:০৬ অপরাহ্ণ
কবি নজরুল কলেজে বহিরাগতদের প্রবেশ নিষেধ
কবি নজরুল কলেজ প্রতিনিধি :

রাজধানীর ঐতিহ্যবাহী কবি নজরুল সরকারি কলেজে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) কবি নজরুল কলেজ অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়।

এতে বলা হয় এতদ্দ্বারা সকলকে অবহিত করা যাচ্ছে যে, চলমান পরিস্থিতির কারণে কলেজ ক্যাম্পাস ও মাঠে বহিরাগতদের প্রবেশ ও খেলাধুলার সম্পূর্ণভাবে নিষিদ্ধ।

এ বিষয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী৷ শাওন বিশ্বাস রিপন বলেন, বর্তমান পরিস্থিতি বিবেচনা করলে বুঝা যায় বহিরাগত ক্যাম্পাসে ঢুকলে সমস্যা বাড়তে পারে। একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে আমার কাছে মনে হয় আপাতত বহিরাগত কেউ না আসাটাই উত্তম।

একই বিভাগের আরেক শিক্ষার্থী মো: বায়জিদ বলেন, কলেজে ক্লাস চলাকালীন অবস্থায় একাদশ শ্রেণি থেকে শুরু করে মাস্টার্স র্পযন্ত আইডি কার্ড ব্যতিত যেন কেউ কলেজে প্রবেশ করতে না পারে এবং এটি দ্রুত বাস্তবায়ন করা জরুরি। এ সিদ্ধান্ত সময়োপযোগী সিদ্ধান্ত। কলেজের শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা বজায় রাখার জন্য এমন নীতিগত সিদ্ধান্ত সাধুবাদ জানাই।

প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষার্থী নোমান বলেন, ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিষেধের সিদ্ধান্ত একটি সময় উপযোগী সিদ্ধান্ত। এর ফলে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হবে। ক্যাম্পাসে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে না। ক্যাম্পাস প্রশাসনের এ ধরনের সিদ্ধান্তকে সাধুবাদ জানাই।

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের আরেক শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, স্বাভাবিকভাবে বলতে গেলে কলেজে সবসময় বহিরাগত প্রবেশ করছে। বহিরাগত প্রবেশ করে কলেজ মাঠে খেলাধুলা নিয়ে ঝামেলা সৃষ্টি করে। এতে সাধারণ শিক্ষার্থীদের মাঝে ভয়ভীতি কাজ করে।বহিরাগতরা মাঠে কর্তৃত্ব সৃষ্টি করতে চায়। এখন যদি বহিরাগত প্রবেশ নিষিদ্ধ হয় তাহলে সাধারণ শিক্ষার্থীরা সম্পূর্ণ নিরাপদে ক্যাম্পাসে অবস্থান করতে পারবে।

বিএইচ

শেয়ার