Top

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে সভা

৩০ নভেম্বর, ২০২৪ ৫:৫৩ অপরাহ্ণ
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে সভা
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে তাদের পরিবারের সদস্যদের নিয়ে স্মরণসভা পালন করেছে নবীনগর উপজেলা প্রশাসন।

শনিবার (৩০ নভেম্বর) দুপুরে  নবীনগর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব চৌধুরীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত ও আন্দোলনে নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। সভায় বক্তব্য রাখেন, নিহত পরিবারের সদস্য ও আহতরা এবং ছাত্র প্রতিনিধিগণ।  সভায় ৫ শহীদ পরিবারের সদস্য ও ৬ জন আন্দোলনে আহত ব্যক্তি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। পরে আহতদের প্রাইজবন্ডের মাধ্যমে আর্থিক অনুদান দেওয়া হয় ও নিহতদের পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা স্মারক।

জুলাই বিপ্লবে আন্দোলনে আহত ও নিহতদের তালিকাবদ্ধ করার কার্যক্রম চলমান রয়েছে এবং  আহত ও নিহতদের পরিবারকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করে উপজেলা প্রশাসন।

সভা শেষে আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া করা হয়।

এনজে

শেয়ার