Top

সিরাজগঞ্জে আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হলো তিনদিনের ইজতেমা

৩০ নভেম্বর, ২০২৪ ৬:২৪ অপরাহ্ণ
সিরাজগঞ্জে আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হলো তিনদিনের ইজতেমা
জেলা প্রতিনিধি :

সিরাজগঞ্জে জেলা ইজতেমার মাঠে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো তিনদিনের ইজতেমা।

শনিবার (৩০ নভেম্বর) ১২ টায় যমুনা নদীর হার্ড পয়েন্ট তীরে অবস্থিত পৌর এলাকার ৭ নং ওয়ার্ড রানীগ্রামে ইজতেমার মাঠে আখেরি মোনাজাতে অংশ গ্রহণ করেন লাখো ধর্মপ্রাণ মুসল্লীগণ।

এ বিষয়ে সিরাজগঞ্জ জেলার ফয়সাল ও শুরার পক্ষে ডা:এস এম নাজিম সাহেব বলেন, সিরাজগঞ্জ জেলা ইজতেমা আমাদের শান্তি পূর্ণ ভাবে শেষ হয়েছে। ইনশাআল্লাহ আগামী বছরের জেলা ইজতেমা করবো সবার সার্বিক সহযোগিতায়।

ফয়সাল ও শূরার সাথী মো: নূরুল ইসলাম বলেন,আমরা প্রতি বছরের ন্যায় সিরাজগঞ্জ জেলা ইজতেমা করে থাকি সেখানে দেশি ও বিদেশী জামাত অংশ গ্রহণ করেন। সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও জেলা পুলিশ প্রশাসন আমাদের কে সব সময় ইজতেমার সফল করতে শুরু থেকে শেষ পর্যন্ত সার্বিক সহযোগিতায় করেন।

পৌর শহরে মাছুমপুর গ্রামের তাবলীগের সাথী মো: আব্দুল মজিদ জানান,আলহামদুলিল্লাহ আমরা খুব খুশি প্রতি বছর সিরাজগঞ্জের পৌর এলাকায় ৭ নং ওয়ার্ড রানীগ্রামে প্রতি বছরের ন্যায় জেলা ইজতেমা হয়ে থাকে। মহান আল্লাহ পাকের কাছে দেশ ও জাতির মঙ্গল কামনা করেছি। আমরা চাই আগামীতেও এই ভাবে একই জায়গায় ইজতেমা হোক।

উল্লেখ্য,সিরাজগঞ্জ জেলা ইজতেমার আখেরি মোনাজাত করেন ঢাকার কাকরাইল মসজিদের মুরুব্বী মাওলানা শামসুদ্দিন সাহেব।

বিএইচ

শেয়ার