Top
সর্বশেষ

আদালত প্রাঙ্গণে গাসিকের সাবেক মেয়র কিরণকে ডিম ও জুতা নিক্ষেপ

০৮ ডিসেম্বর, ২০২৪ ৪:৩০ অপরাহ্ণ
আদালত প্রাঙ্গণে গাসিকের সাবেক মেয়র কিরণকে ডিম ও জুতা নিক্ষেপ
গাজীপুর প্রতিনিধি :

গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণকে আদালতে নেওয়া হলে উৎসুক জনতা কিরণ ও তাকে বহনকারী পুলিশের প্রিজন ভ্যানে ডিম, জুতা নিক্ষেপ লাথি ও ঢিল ছুড়তে থাকে।

রোববার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে একটি মামলায় হাজিরা দেওয়ার জন্য তাকে আদালতে আনা হয় তাকে। পরে আদালত থেকে জেলহাজতে নেওয়ার নির্দেশ দিলে বের হওয়ার সময় আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

এদিকে, সাবেক মেয়র কিরণের ফাঁসির দাবিতে মিছিল ও বিক্ষোভ করে বিএনপি। বিক্ষোভ শেষে গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি আ ক ম মোফাজ্জল হোসেন বলেন, এই আওয়ামী লীগের দোসর কিরণের কারণে আমাদের নেতা প্রয়াত মান্নান স্যার মেয়র নির্বাচিত হয়েও দায়িত্ব পালন করতে পারেননি। আমরা এই খুনি, দোসর কিরণের ফাঁসি চাই।

মামলায় বাদী পক্ষের আইনজীবী ও গাজীপুরের বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট সহিদুজ্জামান জানান, আসামী কিরণকে উত্তেজিত জনতা পঁচা ডিম মেরেছে, জুতা নিক্ষেপ করেছে। এসময় উত্তেজিত জনতাকে খুনী কিরণের ফাঁসি চাই বলে শ্লোগান দেয়। পরে নিরাপত্তার অভাবে পুলিশ দ্রæত তাকে সরিয়ে নেয়। আদালতের আইনজীবীগণ আমাকে জানিয়েছেন তারা আসামী পক্ষে কোন ধরনের আইনগত সহযোগিতা করবেন না। বলেও তিনি জানান।

পুলিশ জানায়, গত ১৮ নভেম্বর যশোরে সীমান্ত থেকো ভারত যাওয়ার সময় বিজিবির হাতে আটক হয় কিরণ। ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের কারণে যশোরে একটি মামলাও হয়। কিরণের নামে টঙ্গী, গাজীপুর ও রাজধানীর উত্তরা থানাসহ বিভিন্ন থানায় বৈষম্য বিরোধী আন্দোলনে হামলা খুন ও আহত করার ঘটনায় ৭ টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে দেশে বিদেশে হাজার কোটি টাকার অবৈধ সম্পদ ও বিদেশী নাগরিকত্বের অভিযোগ আছে।

এম জি

শেয়ার