Top

গাজীপুরে মসজিদ নির্মাণে বাধা, জমি দখল চেষ্টার অভিযোগ

২১ ডিসেম্বর, ২০২৪ ৭:০৮ অপরাহ্ণ
গাজীপুরে মসজিদ নির্মাণে বাধা, জমি দখল চেষ্টার অভিযোগ
গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরে মোহাম্মদ আলী জাবালে নূর জামে মসজিদের জমি দখল চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় আশরাফুল আলম (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় মসজিদ পরিচালনা কমিটির সদস্য শামীম মিয়া জয়দেবপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযুক্ত আশরাফুল আলম উপজেলার শিরিরচালা (বাঘের বাজার) এলাকার শামছুদ্দিনের ছেলে।

থানায় লিখিত অভিযোগ থেকে জানা যায়, শামীম মিয়া এবং তার পরিবারের সদস্যরা জয়দেবপুর থানাধীন মাহনা ভবানীপুর মৌজার ১০.৫০ শতক জমির মালিকানায় ওই মসজিদ প্রতিষ্ঠা করেন। মসজিদ কমিটি টিনশেড স্থাপনা ভেঙ্গে মসজিদের বহুতল ভবন নির্মাণের কাজ শুরু করে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে অভিযুক্ত আশরাফুলসহ তার স্ত্রী তানিয়া বেগমসহ তাদের ১০-১৫ জন সহযোগী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নির্মাণ শ্রমিকদের কাজ করতে নিষেধ করে এবং তাদেরকে বাধা দিয়ে জমি দখল করার চেষ্টা করে। মসজিদ কমিটি তাদের এসব কাজের প্রতিবাদ করলে অভিযুক্তরা তাদেরকে হত্যার হুমকি দেয়। পরে স্থানীয় লোকজন চলে আসলে তারা ঘটনাস্থল থেকে চলে যায়।

মসজিদ পরিচালনা কমিটির সদস্য শামীম মিয়া বলেন, আমরা শান্তিপূর্ণভাবে মসজিদের উন্নয়ন কাজ করতে চাই। অভিযুক্তরা মসজিদের ওয়াকফকৃত জমি জোরপূর্বক দখলের চেষ্টা করে মসজিদ নির্মাণ কাজে বাধা দিচ্ছে। স্থানীয় মুসুল্লি ও বাসিন্দারা মসজিদের ভবন নির্মাণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

অভিযুক্ত আশরাফুলের মুঠোফেনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তার ফোন বন্ধ পাওয়ায় এ বিষয়ে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, মসজিদ নির্মাণে বাধা দেওয়ার ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। একজন অফিসরাকে দায়িত্ব দেওয়া হয়েছে অভিযোগের ট তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য। তদন্তের পর বলা যাবে জমির প্রকৃত মালিক কারা।

বিএইচ

শেয়ার