Top
সর্বশেষ
ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে যৌথ অর্থনীতি গড়ে তোলার আহ্বান প্রধান উপদেষ্টার বাড়লো স্মারক স্বর্ণ ও রৌপ্যমুদ্রার দাম রেমিট্যান্স জোয়ারে ১৫ দিনে এলো ১৩১ কোটি ডলার ৭৮১ কোটি টাকার অবৈধ সম্পদ, নাসা গ্রুপের নজরুলের বিরুদ্ধে দুদকের মামলা বিএনপির মূল লক্ষ্য দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা: তারেক রহমান আগে জাতীয় পরে স্থানীয় নির্বাচনের কথা বলেছি: মির্জা ফখরুল অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার আরও ৪৭৭ মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীরাই আগে স্থানীয় নির্বাচন চাচ্ছে: দুদু দশ হাজার কর্মী ছাঁটাই করলেন ট্রাম্প ও মাস্ক ঐকমত্য কমিশনের প্রথম বৈঠকে থাকছেন নাগরিক কমিটির ৪ নেতা

চাঁদপুরে সরস্বতী পূজার আনন্দ শোভাযাত্রা

০৪ ফেব্রুয়ারি, ২০২৫ ৮:০৩ অপরাহ্ণ
চাঁদপুরে সরস্বতী পূজার আনন্দ শোভাযাত্রা
চাঁদপুর প্রতিনিধি :

উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চাঁদপুরে সরস্বতী পূজার আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) হিন্দু সম্প্রদায়ের বিদ্যা দেবীর আরাধনায় সরস্বতীর পূজা সম্পন্ন হয়েছে।

এদিন সন্ধ্যায় বিভিন্ন পূজা মন্ডপের ভক্তগন যৌথ ভাবে আনন্দ শোভাযাত্রা বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

৩ ফেব্রুয়ারি পূজার দিন সকাল হতে না হতেই ভক্তরা মন্ডপে মন্ডপে অঞ্জলী গ্রহণের জন্য ভীড় করে। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়ে থাকে । ওই দিন সকাল থেকে ভক্তরা দেবীর আরাধনায় ব্রত হতে পূজার বাটা সাজিয়ে মায়ের চরনে অঞ্জলি গ্রহনের জন্য ছুটে আসে। সন্ধ্যার পর চাঁদপুর শহর ভক্তদের পদচারণায় প্রতিটি পূজা মণ্ডপ মুখরিত হয়ে উঠে। গভির রাত পর্যন্ত সনাতনি ভক্তরা পরিবার পরিজন মণ্ডপ পরিদর্শন করে সরস্বতী পূজা উপভোগ করে।

শোভাযাত্রায় তরুণ তরুণীরা ঢাকের তালে ও গানের সাথে নেচে গেয়ে আনন্দ করে। ইদানিং কালে চাঁদপুর শহরের ঐতিহ্য সরস্বতী পূজার আনন্দ শোভাযাত্রা ম্লান হতে বসেছিল। যার জন্য বিভিন্ন পূজা মণ্ডপ কমিটি নিজেরাই সিদ্ধান্ত ও উদ্যোগ নিয়ে ম্লান হওয়া আনন্দ শোভাযাত্রাকে পূর্বের ধারায় ফিরিয়ে আনতে সরস্বতী পূজার আনন্দ শোভাযাত্রা বের করে।

সরস্বতী পূজার আনন্দ শোভাযাত্রা চলাকালে শহরের গুরুত্বপূর্ণ সড়ক গুলোর দু পাশে হাজারো ভক্ত সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে থেকে আনন্দ উপভোগ করে। আনন্দ শোভাযাত্রায় অংশ গ্রহন করে শ্রী শ্রী কালিবাড়ি মন্দির, জোরপুকুরপাড় পূজারি সংঘ, গাঙ্গুলি পাড়া পূজারী সংঘ, ঘোষপাড়া সবুজ সাথি সংঘসহ বেশ কিছু সংঘ।

এম জি

শেয়ার