Top
সর্বশেষ

বার্ষিক নিরীক্ষা প্রতিবেদন তৈরিতে সময় পেল আরো দুই মাস

২৮ এপ্রিল, ২০২১ ৪:৫০ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক :

করোনাভাইরাসের কারণে প্রস্তুতির ঘাটতি থাকায় ব্যাংকগুলোকে ২০২০ সালের বার্ষিক নিরীক্ষা প্রতিবেদন সম্পন্ন করতে আরো দুই মাস সময় দেয়া হলো।

বুধবার (২৮ এপ্রিল) কেন্দ্রীয় ব্যাংকের এক প্রজ্ঞাপনে ২০২০ সালের বার্ষিক নিরীক্ষা প্রতিবেদন বাংলাদেশ ব্যাংকে দাখিলের সময়সীমা ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। সরকারের সাথে পরামর্শ করে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়।

কোভিডের কারণে গেল বছরও নিরীক্ষা প্রতিবেদন জমা দেয়ার সময়সীমা ৩০ জুন পরযন্ত বাড়ানো হয়েছিল।

ডেপুটি গভর্নর এ কে এম সাজেদুর রহমান খান স্বাক্ষরিত বুধবারের প্রজ্ঞাপনে বলা হয়, বার্ষিক নিরীক্ষা প্রতিবেদন দাখিলের সময়সীমা ৩০ জুন পরযন্ত বাড়ানোর জন্য ব্যাংক কোম্পানি আইনের ৪০ ধারার বিধান এর বাধ্যবাধকতা হতে ব্যাংকগুলোকে অব্যাহতি দেয়া হলো।

৪০ ধারা অনুযায়ী, ব্যাংকগুলোর নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন বছর শেষ হওয়ার দুই মাসের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকে দাখিল করতে হয়। তবে এই সময় আরো দুই মাস বাড়াতে পারে বাংলাদেশ ব্যাংক। সেই হিসেবে ৩০ এপ্রিল পর্যন্ত ব্যাংকগুলোর হাতে সময় ছিল।

এ সময়ের বেশি বাড়াতে হলে মন্ত্রণালয়ের অনুমোদন প্রয়োজন পড়ে। তাই সরকারের সাথে পরামর্শ করে এ সংক্রান্ত আইনের ধারা থেকে ব্যাংকগুলোকে অব্যাহতি দিয়ে আরো দুই মাস সময় বাড়ালো বাংলাদেশ ব্যাংক।

ব্যাংকের আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করতে কেন্দ্রীয় ব্যাংক, নিরীক্ষক ও সংশ্লিষ্ট ব্যাংকের অনুমোদন প্রয়োজন হয়, ত্রিপক্ষীয় বৈঠকও অনুষ্ঠিত হতে হয়। করোনার ফলে অনেক ব্যাংকেরই তা করা হয়নি। অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন কার্যক্রমও শেষ হয়নি। এসব কারণে সময় বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে বলে কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে।

শেয়ার