দেশে করোনাভাইরাসের প্রভাবের মধ্যেও প্রবাসীদের পাঠানো রেমিটেন্স ছিল উচ্চ প্রবাহের। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে গেল এপ্রিলে প্রাবাসীরা পাঠিয়েছে ২ বিলিয়ন ডলারের বেশি। চলতি অর্থবছরের প্রথম ছয় মাস গড়ে ২ বিলিয়ন ডলার করে রেমিটেন্স আসলেও জানুয়ারি থেকে তা কিছুটা কমতে থাকে।
কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ পরিসংখ্যানে দেখা যায়, এপ্রিলে রেমিটেন্স এসেছে ২.০৭ বিলিয়ন ডলার। গেল বছরের এপ্রিলে এই প্রবাহ ছিল ১.০৯ বিলিয়ন ডলার। অন্যদিকে চলতি অর্থবছরের ১০ মাস অর্থাৎ জুলাই-এপ্রিল সময়ে মোট রেমিটেন্স আয় হয়েছে ২০.৬৭ বিলিয়ন ডলার, যা গেল অর্থবছরের একই সময়েরর চেয়ে ৩৯ শতাংশ বেশি। গেল অর্থবছরের জুলাই-এপ্রিলে রেমিটেন্স আয় ছিল ১৪.৮৭ বিলিয়ন ডলার।
রেমিটেন্সের উচ্চ প্রবাহ প্রসঙ্গে জানতে চাইলে রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ
(আরএমএমআরইউ) এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. তাসনিম সিদ্দিকি বলেন বলেন, করোনায় কিছু দেশে মানুষ ফেরত আসলেও যেসব প্রবাসীরা বিদেশে আছেন তাদের তুলনায় ফেরত আসার সংখ্যা খুব কম। প্রবাসীরা বৈধ পথে রেমিটেন্স পাঠানো বাড়িয়ে দিয়েছেন।
তিনি বলেন হুন্ডি বন্ধ থাকায় এখন বৈধ পথের বিকল্প নেই। হুন্ডি বন্ধ হওয়া প্রসঙ্গে বলেন, দেশে ব্যবসা মন্দা থাকায় আমদানি কম হচ্ছে, তাই এর বিপরীতে পণ্যের দাম বেশি দেখিয়ে যে হুন্ডি হতো সেটার প্রয়োজন পড়ছে না।
এছাড়া স্বর্ণ চোরাচালান ও ভিসা কেনাবেচা কমে যাওয়াতেও হুন্ডি বন্ধ হয়ে গেছে। এই দুটি জায়গাতেই হুন্ডি হতো বলে তিনি জানান। এর সাথে ২ শতাংশ প্রণোদনা যুক্ত হয়ে রেমিটেন্স প্রবাহ বাড়ছে। এরপরো রেমিটেন্সের এত উচ্চ প্রবৃদ্ধি নিয়ে গবেষণা হওয়া উচিত বলে তিনি মনে করেন।
সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এর ডিস্টিঙ্গুইসড ফেলো ড. মুস্তাফিজুর রহমান বলেন, রোজা এবং ঈদকে সামনে রেখেই প্রবাসীরা বেশি করে টাকা দেশে পাঠাচ্ছেন। তার প্রভাব পড়ছে রেমিটেন্স আয়ে। তবে গেল বছরের এপ্রিলের তুলনায় এই বছরের এপ্রিলে প্রায় দ্বিগুণ বেশি রেমিটেন্স আসা প্রসঙ্গে তিনি বলেন, এর একমাত্র কারণ অবৈধ পথে রেমিটেন্স আসা বন্ধ হওয়া। তবে কোরবানি ঈদের পর রেমিটেন্স প্রবাহ কমে আসবে বলে তার ধারণা।
গত ১ মে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, গেল বছরের মার্চ থেকে এপ্রিল পর্যন্ত ৫ লাখ বাংলাদেশি বিদেশ থেকে ফেরত এসেছেন। তাদের মধ্যে ৪৭ ভাগই বেকার। কাজ জুটাতে না পেরে তারা সামাজিক এবং মানসিক ভাবে বিপরযস্ত অবস্থায় আছেন।
রেমিটেন্সের প্রভাব পড়ছে বৈদেশিক মুদ্রার মজুদেও। রিজার্ভ ৪৫ বিলিয়ন ডলার ছুঁই ছুঁই করছে। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, গেল বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রিজার্ভের স্থিতি দাঁড়িয়েছিল ৪৪.৯৫ বিলিয়ন ডলার।
রবিবার (২ মে) যদি বড় কোন আমদানি ব্যয় পরিশোধ না করা হয়ে থাকে তাহলে ওই দিনই, প্রথমবারের মত বাংলাদেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ ৪৫ বিলিয়ন ডলারে পৌঁছে গেছে। সোমবার এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।
গেল বছরের ৮ অক্টোবর রিজার্ভ ৪০ বিলিয়ন ডলারের মাইল ফলক ছুঁয়েছিল। এরপর চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি রিজার্ভ ৪৪ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়। এবারে ৪৫ বিলিয়ন ডলারের মাইল ফলক ছুঁতে যাচ্ছে।
এ প্রসঙ্গে মুস্তাফিজুর রহমান বলেন, বিনিয়োগের জন্য মূলধনী যন্ত্রপাতি আমদানি হচ্ছে না বললেই চলে, তার প্রভাব পড়ছে রিজার্ভে। শুধু রিজার্ভ বাড়লেই সামস্টিক অর্থনীতি (ম্যাক্রো ইকনোমি) স্থিতিশীল থাকবে এটা বলা ঠিক নয়। বরং বিনিয়োগ কিভাবে বাড়ানো যায় সেদিকে নজর দিতে হবে।