Top
সর্বশেষ

কুরিয়ার সার্ভিসগুলো আর্থিক সেবা দিতে পারবে না

০৬ মে, ২০২১ ৮:৫১ অপরাহ্ণ
কুরিয়ার সার্ভিসগুলো আর্থিক সেবা দিতে পারবে না
নিজস্ব প্রতিবেদক :

পণ্য পরিবহন ব্যতীত অন্য কোন আর্থিক সেবা প্রদান করতে পারবে না কুরিয়ার সেবাদাতা প্রতিষ্ঠানগুলো । পাশাপাশি ক্রেতাকে পণ্য বিতরণের বিপরীতে আদায় করা পণ্যমূল্য বিক্রেতার নিকট পৌঁছানো সংক্রান্ত আর্থিক লেনদেন ব্যাংকিং চ্যানেলে করতে হবে।

বৃহস্পতিবার (৬ মে) এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে নীতিমালা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্টস সিস্টেমস ডিপার্টমেন্ট।

এতে বলা হয়, ডাক বিভাগের লাইসেন্স আছে এবং কুরিয়ার সার্ভিস এসোসিয়েশন এর সদস্য এমন কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠানকে যথাযথ নিয়ম মেনে পণ্য ডেলিভারি সংক্রান্ত লেনদেন এর জন্য ব্যাংকে সেটেলমেন্ট একাউন্ট খুলতে হবে। কুরিয়ার সার্ভিসের সেবার বিপরীতে মাসুল এবং বিক্রেতার পণ্যের মূল্য আলাদা করে জমা হবে। এরপর পণ্যের মূল ওই অ্যাকাউন্ট থেকে বিক্রেতার একাউন্টে স্থানান্তর করতে হবে।

সেটেলমেন্ট অ্যাকাউন্টের মাসিক লেনদেন ও স্থিতি কুরিয়ার সেবাদানকারী প্রতিষ্ঠানের সংরক্ষিত ভাউচার ও ইনভয়েসের সাথে পরবর্তী মাসের প্রথম ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট কুরিয়ার সেবাদানকারী প্রতিষ্ঠান ব্যাংকের সাথে মিলিয়ে নিবে এবং এ সংক্রান্ত প্রতিবেদন ত্রৈমাসিক ভিত্তিতে ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকে প্রেরণ করবে।

কুরিয়ার সার্ভিসের অ্যাকাউন্টে জমা হওয়া অর্থ প্রয়োজনে ব্যাংক কিংবা বাংলাদেশ ব্যাংক যাচাই করতে পারবে। এতে অসঙ্গতি বা অস্বাভাবিকতা পরিলক্ষিত হলে ব্যাংক স্বপ্রণোদিত হয়ে বা বাংলাদেশ ব্যাংকের নির্দেশে সংশ্লিষ্ট কুরিয়ার সেবাদানকারী প্রতিষ্ঠানের সেটেলমেন্ট অ্যাকাউন্ট স্থগিত বা বন্ধ করে দিতে পারবে।

বর্তমানে কুরিয়ার সেবা দেয়া প্রতিষ্ঠানগুলো বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, ক্ষুদ্র উদ্যোক্তা ও অনলাইন ক্রয়-বিক্রয় প্ল্যাটফর্মের বিক্রি করা পণ্য ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থায় ক্রেতার নিকট পৌঁছে দেয়। এর বিপরীতে কুরিয়ার সার্ভিসের নিজস্ব মাসুলসহ পণ্যমূল্য সংগ্রহ করে থাকে। এরপর মাসুল নিজের কাছে রেখে পণ্যমূল্য বিক্রেতাকে ব্যাংকিং চ্যানেল ছাড়াই নগদে প্রদান করা হয়।
পাশাপাশি এক ব্যবসায়ী হতে অন্য ব্যবসায়ীর নিকট মূল্য ঘোষিত পার্সেল বিতরণ ও কন্ডিশন বুকিং ব্যবস্থা কার্যকর আছে। এক্ষেত্রেও লেনদেনের ক্ষেত্রে নগদ অর্থ কুরিয়ার প্রতিষ্ঠানের মাধ্যমে স্থানান্তরিত হয়ে আসছে।

এর ফলে নানা ধরনের আর্থিক সমস্যার তৈরি হচ্ছে। এমন বাস্তবতায় এখন থেকে এসব লেনদেন ব্যাংক ব্যবস্থার মাধ্যমে পরিচালনা করতে হবে। অন্যদিকে বাংলাদেশে কার্যরত কুরিয়ার সার্ভিস সেবা প্রদানকারী প্রতিষ্ঠানসমূহ এই ধরনের সেবার বাইরে অন্য কোন আর্থিক সেবা প্রদান করতে পারবে না এবং এক্ষেত্রে কোনরূপ ব্যাংকিং সেবা প্রাপ্য হবে না।

শেয়ার