Top
সর্বশেষ

ই-মানির বিপরীতে ব্যাংক একাউন্টে সমপরিমাণ অর্থ রাখতে নির্দেশ

০৬ মে, ২০২১ ৯:৩৩ অপরাহ্ণ
ই-মানির বিপরীতে ব্যাংক একাউন্টে সমপরিমাণ অর্থ রাখতে নির্দেশ
নিজস্ব প্রতিবেদক :

মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রোভাইডার, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসসি) এবং পেমেন্ট সিস্টেম অপারেটর (পিএসও) গুলো গ্রাহকদের লেনদেনের জন্য যে ইলেকট্রনিক মানি তৈরি করে তার সমপরিমাণ অর্থ ব্যাংকের ট্রাস্ট কম সেটেলম্যান্ট অ্যাকাউন্ট (টিসিএসএ) থাকতে হবে।

যদি্ ইলেকট্রনিক মানির সমপরিমাণ নগদ অর্থ একাউন্টে না থাকে সেক্ষেত্রে দ্রুত তা পূরণ করতে হবে। পূরণে ব্যর্থ হলে উক্ত প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করতে পারবে কেন্দ্রীয় ব্যাংক কিংবা লাইসেন্স বাতিল করতে পারবে।

অন্যদিকে অতিরিক্ত কোন অর্থ থাকলে সেই অর্থ প্রতিষ্ঠানগুলো সরকারি সিকিউরিটিজ কিংবা ফিক্সড ডিপোজিট বা অন্য কোন অনুমোদিত খাতে বিনিয়োগ করতে পারবে। বিনিয়োগের অর্থ গ্রাহকের হলেও এর থেকে পাওয়া মুনাফা সার্ভিস প্রোভাইডার প্রতিষ্ঠান বা ট্রাস্টিরা নিতে পারবে।

বৃহস্পতিবার (৬ মে) এ সংক্রান্ত গাইডলাইন্স ফর ট্রাস্ট ফান্ড ম্যানেজমেন্ট ইন প্যামেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সার্ভিস জারি করেছে কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট।

ধরা যাক, কোন গ্রাহকের এমএফএস একাউন্টে ১০ হাজার টাকা আছে। এটি ইলেকট্রনিক বা ই-মানি হিসেবে পরিচিত। এই ই-মানির বিপরীতে সমপরিমাণ নগদ অর্থ এমএফএস প্রতিষ্ঠানের ’ট্রাস্ট কাম সেটেলমেন্ট একাউন্টে থাকতে হবে। এতে গ্রাহকের অর্থের নিরাপত্তা নিশ্চিত হয়।

কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে এই বিধান আগে থেকেই চালু ছিল। তবে এ বিষয়ে পূর্ণাঙ্গ কোন নীতিমালা ছিল না। এবার সেটিই করা হলো। পাশাপাশি শাস্তির বিধানও নিশ্চিত করা হলো।

কোন কোন সার্ভিস প্রোভাইডার ই-মানির সমপরিমাণ অর্থ রাখে না। নীতিমালা জারি হওয়ায় এই সুযোগ আর থাকছে না। অন্যদিকে গ্রাহকদের এই অর্থ যাবে প্রতিষ্ঠানগুলো নিজেদের নিয়ন্ত্রণে নিতে না পারে সেটিও এই নীতিমালার দ্বারা নিশ্চিত হয়েছে বলে জানান কেন্দ্রীয় ব্যাংকের ওই কর্মকর্তা।এই ট্রাস্ট ফান্ড পরিচালনাকারী সার্ভিস প্রোভাইডার প্রতিষ্ঠান ট্রাস্টি হিসেবে পরিচিত হবে।

 

শেয়ার