সরকারঘোষিত সর্বাত্মক লকডাউন ২৩ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। তার সঙ্গে সমন্বয় রেখে ব্যাংকের কার্যক্রমও ২৩ মে পর্যন্ত সীমিত পর্যায়ে সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
রোববার (১৬ মে) এক প্রজ্ঞাপনে বাংলাদেশ ব্যাংক এ সিদ্ধান্ত জানায়।
বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগ করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চলমান বিধিনিষেধ আগামী ২৩ মে পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে। এর পরিপ্রেক্ষিতে বিধিনিষেধের সময় ব্যাংক কার্যক্রম অব্যাহত রাখতে ১৭ থেকে ২৩ মে পর্যন্ত সীমিত পর্যায়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে।
নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, ব্যাংকের লেনদেন আগের মতোই বেলা ২টা পর্যন্ত চলবে। এরপর লেনদেনপরবর্তী কার্যক্রমের জন্য বেলা সাড়ে তিনটা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে।