Top

কোম্পানির মধ্যে কোন সমস্যা নেই: বিবিএস গ্রুপের চেয়ারম্যান

০১ জুন, ২০২১ ১১:১০ অপরাহ্ণ
কোম্পানির মধ্যে কোন সমস্যা নেই: বিবিএস গ্রুপের চেয়ারম্যান

পুঁজিবাজারের তালিকাভুক্ত বিবিএস ক্যাবলস লিমিটেডের চেয়ারম্যান প্রকৌশলী আবু নোমান হাওলাদার বলেছেন, বিবিএস গ্রুপের ব্যবস্থাপনায় কোন ধরণের সমস্যা নেই। আইনের কারণে দায়িত্বের পরিবর্তন করতে হয়েছে। অন্যদিকে আলাপ আলোচনার মাধ্যমে একজন পরিচালক বিবিএস গ্রুপ থেকে চলে গিয়েছেন।

কোম্পানির তৃতীয় প্রান্তিকের আর্নিংস কলে ফিন্যান্সিয়াল অ্যানালিস্ট ও বিনিয়োগকারীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ডিজিটাল প্ল্যাটফরমে অনুষ্ঠিত অনুষ্ঠান পরিচালনা করেন কোম্পানি সচিব নাজমুল হাসান। অনুষ্ঠানে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী বদরুল হাসান, প্রধান অর্থ কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম এফসিএমএ বক্তব্য রাখেন।

শেয়ারবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–

BP ShareBazar NewsBP Stock NewsBP Capital ViewsBanijjo Protidin NewsBP Capital News

প্রকৌশলী আবু নোমান হাওলাদার বলেন, বিবিএস গ্রুপ প্রতিষ্ঠা হওয়ার পর থেকে সকল পরিচালক মিলে সবার মেধা ও যোগ্যতা দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্ঠা করছি। খুব সুনামের সাথেই আমরা ব্যবসা পরিচালনা করে আসছি। ইতোমধ্যে এই গ্রুপের দুটি প্রতিষ্ঠান বিবিএস ক্যাবলস ও বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেড পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে।

তিনি বলেন, দীর্ঘ পথ চলায় আমাদের পরিচালকদের মধ্যে কোন ধরণের সমস্যা হয়নি। আইনের কারণে আমাদের দায়িত্বে কিছুটা পরিবর্তন এসেছে। অন্যদিকে আমাদের একজন পরিচালক তার ব্যবসা গুছাতে বিবিএস গ্রুপ থেকে চলে গিয়েছে। চলে যাওয়াটা হয়েছে আমাদের সকলের আলাপ আলোচনার মাধ্যমে। ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সাথে আমাদের কোন সমস্যা ছিলো না। এখনও নেই নেই।

তিনি বলেন, দেশেকে জয় করে বিদেশে পণ্য রপ্তানি করার পরিকল্পনা নিয়েছে। এর অংশ হিসেবে জার্মানী ও নেদারল্যান্ডে পাঠানো ক্যাবলস মান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে মানসনদ কোম্পানির হাতে এসে পৌঁছায়নি। মানসনদ পাওয়ার পর ক্যাবলস রপ্তানির পরবর্তী প্রক্রিয়া শুরু করা হবে।

তিনি বলেন, বিবিএস ক্যাবলস আন্তর্জাতিক মানের সকল কিছু ব্যবহার করে পণ্য উৎপাদন করে।বিবিএস ক্যাবলসের উৎপাদিত পণ্য সর্বোচ্চ মানের। তাদের অনেকগুলো আন্তর্জাতিক মানসনদ আছে। জার্মানিতে পরীক্ষায় বিবিএস ক্যাবলস মান পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় ক্যাবলস রপ্তানির সম্ভাবনা বেড়েছে। তবে এটি একটি জটিল প্রক্রিয়া। এর জন্য দক্ষ জনবল নিয়োগ করতে হবে। বিভিন্ন দেশে পণ্য বাজারজাতকরণের জন্য যোগাযোগ করতে হবে। আন্তর্জাতিক মেলায় অংশ নিতে হবে। করোনা পরিস্থিতির কারণে এসব প্রক্রিয়া শেষ করতে স্বাভাবিক সময়ের চেয়ে অনেকটা বেশি সময় লাগবে।

ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী বদরুল হাসান বলেন, করোনার মধ্যেও আমরা আমাদের ব্যবসার ধারাবাহীকতা রক্ষার চেষ্টা করেছি। আমাদের খুচড়া বিক্রয়ে কোন সমস্যা হয়নি। তবে সরকারি টেন্ডার না হওয়া সেখানে একটু সমস্যা হয়েছে। আশা করছি আগামীতে এগুলো ঠিক হয়ে যাবে। অন্যদিকে খুচড়া বিক্রয় বাড়াতে আমরা আরও নতুন নতুন জায়গায় সেন্টার করার চেষ্টা করছি।

প্রধান অর্থ কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম এফসিএমএ তৃতীয় প্রান্তিকের আর্থিক অবস্থা তুলে ধরে বলেন, দুটি কারণে মুলত আয় কমেছে। এর একটি হলো কাচামালের দাম ৫১% বেড়ছে। অন্যদিকে সরকারি টেন্ডার কম হয়েছে।

তিনি বলেন,তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির পণ্য বিক্রির পরিমাণ ছিল ১৩০ কোটি টাকা, যা গত বছরের একই সময়ে ১৫৭ কোটি টাকা ছিল। অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে ৪৯০ কোটি টাকার পণ্য বিক্রি হয়েছে। আগের বছর একই সময়ে ৬১৪ কোটি টাকার পণ্য বিক্রি হয়েছিল।

তথ্য অনুসারে, তিন প্রান্তিক মিলিয়ে বিবিএস ক্যাবলসের নিট মুনাফা হয়েছে ৭৮ কোটি ৬৮ লাখ টাকা, যা আগের বছর একই সময়ে ১১৩ কোটি ৯৪ লাখ টাকা ছিল। আর তৃতীয়প্রান্তিকে নিট মুনাফা হয়েছে ২০ কোটি ৪৫ লাখ টাকা, যা আগের বছর একই সময়ে ২৮ কোটি ৯৭ লাখ টাকা ছিল।

শেয়ার