Top

স্বল্প সুদে ১২৭ কোটি টাকা বিদেশি ঋণ পেয়েছে লংকাবাংলা ফাইন্যান্স

০২ জুন, ২০২১ ১০:০৫ পূর্বাহ্ণ
স্বল্প সুদে ১২৭ কোটি টাকা বিদেশি ঋণ পেয়েছে লংকাবাংলা ফাইন্যান্স

পুঁজিবাজারের তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড স্বল্প সুদে ১৫ মিলিয়ন ইউএস ডলারের ঋণ পেয়েছে। আগামী পাঁচ বছরের জন্য এই ঋণ পেয়েছে প্রতিষ্ঠানটি। গত বছরও ২০ মিলিয়ন ইউএস ডলার ঋণ পেয়েছিলো। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটি সুইজারেল্যান্ডের আর্থিক প্রতিষ্ঠান ব্লু আর্কিড থেকে লংকাবাংলা ফাইন্যান্স ১৫ মিলিয়ন ইউএস ডলারের ঋণ পেয়েছে। যা বাংলাদেশী টাকায় প্রায় ১২৭ কোটি ২২ লাখা। সম্প্রতি এই খবর প্রতিষ্ঠানটির বিভিন্ন শাখার ম্যানেজারদেরকে জানানো হয়েছে।

প্রতিষ্ঠানটির একাধিক কর্মকর্তা বাণিজ্য প্রতিদিনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কেউ সরাসরি কথা বলতে রাজী হননি।

এদিকে প্রথম প্রান্তিকের (জানুয়ারি,২১-মার্চ,২১) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্তিত আয় (ইপিএস) হয়েছে ৪১ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১৩ পয়সা। এ হিসেবে আয় বেড়েছে ২৮ পয়সা বা ২১৫ দশমিক ৩৮ শতাংশ।

শেয়ারবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–

BP ShareBazar NewsBP Stock NewsBP Capital ViewsBanijjo Protidin NewsBP Capital News

শেয়ার