Top

পুঁজিবাজারে আসছে গ্লোবাল ইসলামী ব্যাংক

০২ জুন, ২০২১ ৪:২৭ অপরাহ্ণ
পুঁজিবাজারে আসছে গ্লোবাল ইসলামী ব্যাংক
পুঁজিবাজার ডেস্ক :

পুঁজিবাজারে আসছর নতুন প্রজন্মের গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড। নির্ধারিত মূল্যে গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে কোম্পানিটি বাজারে আসতে চায়। কোম্পানিটি বাজারে আসতে ইস্যু ম্যানেজার হিসাবে কাজ করবে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড এবং লঙ্কাবাংলা ইনভেস্টমেন্টস লিমিটেড।

আজ বুধবার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত, প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের চিফ অপারেটিং অফিসার খন্দকার রায়হান আলী, এফসিএ এবং লংকাবাংলা ইনভেস্টমেন্টস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ইফতেখার আলম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেছেন।

ব্যাংকের সূত্র মতে, জুন,২০২১ এর আর্থিক প্রতিবেদন দিয়ে বিএসইসিতে আবেদন করবে ব্যাংকটি। আইপিওর মাধ্যমে কোম্পানিটির পুঁজিবাজার থেকে ৪২৫ কোটি টাকা সংগ্রহ করবে। সর্বশেষ ৩১ ডিসেম্বর ২০২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদেরকে ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস।

এ বিষয়ে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত বাণিজ্য প্রতিদিনকে বলেন, বাংলাদেশ ব্যাংকের আইন অনুযায়ী আমাদেরকে পুঁজিবাজারে আসতে হবে। পুঁজিবাজারে আসার জন্য আমরা ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংকের অনুমতি পেয়েছি। পুঁজিবাজারে আশার জন্য ইতোমধ্যে ইস্যু ম্যানেজার নিয়োগ দেওয়া হয়েছে। আশা করছি আগামী জুনের হিসেব দিয়ে বিএসইসিতে আবেদন করতে পারবো।

চলতি বছরের জানুয়ারি থেকে শুরু থেকে পূর্ণাঙ্গ শরীয়াহ ভিত্তিক ইসলামিক ব্যাংকিং কার্যক্রম শুরু করছে এনআরবি গ্লোবাল ব্যাংক এবং সেই সঙ্গে ব্যাংকটির নাম পরিবর্তন করে গ্লোবাল ইসলামী ব্যাংক করা হয়। ২০১৩ সালে এনআরবি গ্লোবাল ব্যাংক ৪র্থ প্রজন্মের ব্যাংক হিসেবে যাত্রা শুরু করে। অনন্য ব্যাংকিং অভিজ্ঞতার মাধ্যমে ইতিমধ্যে ব্যাংকটি গ্রাহকদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। বর্তমানে দেশজুড়ে ব্যাংকটির ৮০টি শাখা, ২৭টি উপশাখা এবং প্রায় ৮০টি এটিএম বুথ রয়েছে।

২০১৩ সালে নয়টি নতুন ব্যাংকের অনুমোদন দিয়েছিলো কেন্দ্রীয় ব্যাংক। ওই সময় বলা হয়েছিল ব্যাংকের বাণিজ্যিক কার্যক্রম শুরু করার তিন বছরের মধ্যে পুঁজিবাজারে আসতে হবে। এই নয়টি ব্যাংকের মধ্যে এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড চলতি বছরে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে। আর সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্সকে (এসবিএসি) ইতোমধ্যে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) অনুমোদন দিয়েছে। আইনি কার্যক্রম শেষ করে তারা পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে। নয়টির মধ্যে বাকী ব্যাংকগুলো হলো এনআরবি গ্লোবাল ব্যাংক লিমিটেড, ইউনিয়ন ব্যাংক লিমিটেড, মিডল্যান্ড ব্যাংক, মেঘনা ব্যাংক,এনআরবি ব্যাংক, মধুমতি ব্যাংক লিমিটেড এবং (সাবেক ফার্মাস ব্যাংক) পদ্মা ব্যাংক লিমিটেড।

বর্তমানে বাংলাদেশে ৬০ টি সিডিউল ব্যাংক রয়েছে। এর মধ্যে পুঁজিবাজারে তালিকাভুক্ত আছে ৩১টি ব্যাংক।

এ সময়, ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ গোলাম সারোয়ার ও কাজী মশিউর রহমান জেহাদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক আতাউস সামাদ, প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের হেড অব ইস্যু ম্যানেজমেন্ট এইচ. এ. মামুন, লঙ্কাবাংলা সিকিউরিটিস লিমিটেডের সিইও খন্দকার সাফ্ফাত রেজা, লঙ্কাবাংলা ইনভেস্টমেন্টস লিমিটেডের হেড অব প্রাইমারী মার্কেট সার্ভিসেস্ মোঃ খালেদ হাসানসহ অনুষ্ঠানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সমূহের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–

BP ShareBazar NewsBP Stock NewsBP Capital ViewsBanijjo Protidin NewsBP Capital News

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার