আজ রবিবার থেকে মুন্নু ফেব্রিক্স লিঃ এর শেয়ার ওটিসি মার্কেট থেকে স্টক এক্সচেঞ্জের মূল মার্কেটে শেয়ার লেনদেন শুরু হয়েছে ।
কোম্পানিটি বর্তমানে মুনাফায় থাকায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে আবেদনের প্রেক্ষিতে কমিশন কোম্পানিটির শেয়ার স্টক এক্সচেঞ্জের মূল মার্কেটে লেনদেন করার জন্য অনুমােদন প্রদান করে ।
ঢাকা স্টক এক্সচেঞ্জের মূল মার্কেটের লেনদেন শুরু হবার পূর্বে রিলিষ্টিং এগ্রিমেন্টে ডিএসই’র পক্ষ থেকে স্বাক্ষর করেন ডিএসই’র সিনিয়র ম্যানেজার মােঃ রবিউল ইসলাম এবং মুন্নু ফেব্রিক্স লিঃ এর পক্ষে স্বাক্ষর করেন মুন্নু ফেব্রিক্স লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মিসেস আফরােজা খান ।
এ সময় আরও উপস্থিত ছিলেন ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক ( ভারপ্রাপ্ত ) আব্দুল মতিন পাটওয়ারী , এফসিএমএ , ডিএসই’র সিআরও ( ইনচার্জ মােঃ আব্দুল লতিফ , মুন্নু ফেব্রিক্স এর উপ – ব্যবস্থাপনা পরিচালক রাশীদ সামিউল ইসলাম এবং পরিচালক রাশীদ মাইমুনুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ।
উল্লেখ্য যে , কোম্পানিটির শেয়ার স্টক এক্সচেঞ্জের মুল মার্কেটে পুনরায় লেনদেন শুরু হওয়ায় বিনিয়ােগকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরী হয়েছে ।